ছুরি হামলায় জার্মানিতে তিনজন নিহত, আহত ৪
জার্মানির সোলিনজেন শহরে একটি উৎসবের অনুষ্ঠানে ছুরি হামলায় তিনজন নিহত ও আরও চারজন আহত হয়েছে। পার্শ্ববর্তী শহর ডুসেলডর্ফ থেকে পুলিশের একজন মুখপাত্র গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সংঘটিত হামলার বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
হামলার ঘটনার পর পালিয়ে থাকা সন্দেহভাজন খুনিকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের ওই মুখপাত্র জানান, হামলাকারীকে ধরতে বেশ বড় একটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। এদিকে ঘটনাস্থলে অবস্থান করছে বিশেষ বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে হেলিকপ্টার।
জার্মানির দৈনিক সংবাদপত্র বিল্ড জানায়, হামলাকারী লোকজনকে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করে। সোলিনজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবাষিকীর উৎসব অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে এক অনলাইন পোস্টে সোলিনজেন শহরের মেয়র টিম অলিভার কুর্জবাচ বলেন, ‘এই ঘটনায় পুরো শহর ভীত ও দুঃখভারাক্রান্ত।’ তিনি বলেন, ‘আমরা সবাই মিলে শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম। তবে এখন নিহত ও আহতদের স্মরণে আমাদের শোক পালন করতে হচ্ছে।’
উৎসবের অনুষ্ঠান ঘিরে ছিল গান, পথ নাটক, হাস্যরসাত্মকসহ বৈচিত্রময় বিভিন্ন আয়োজন। এই অনুষ্ঠানে ৭৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করা হয়েছিল। তবে হামলার ঘটনার পরপরই আয়োজকরা সেখানে থাকা সব লোকজনকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলে।