ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪৩, লেবাননে ৭৭
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকার মঙ্গলবার (২৯ অক্টোবর) কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৩২ জন মারা গেছে যুদ্ধপীড়িত উত্তর গাজায়। চিকিৎসাকাজে জড়িত বিভিন্ন সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এই তথ্য দিয়েছে।
এ ছাড়া লেবাননের দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাশাপাশি দেশটির অন্যান্য অংশেও হামলা থামায়নি। গতকাল মঙ্গলবার লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় মারা গেছে মোট ৭৭ জন সাধারণ মানুষ। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন শহরের সারাফান্দ ও হারেত সাইদা এলাকায় ইসরায়েলের হামলায় মারা গেছে ১৫ জন।
ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লেবাননের ইহুদি রাষ্ট্রটির স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে এ পর্যন্ত ৩৩ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হেবরন শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পূর্ব রামাল্লাহ ও বুরকা গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মুখ যুদ্ধের খবর পাওয়া গেছে। বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এল বিরেহ শহরের মানি এক্সচেঞ্জ দোকানগুলোতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ছাড়া কালকিলিয়া এলাকা থেকেও ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে বাস্তুহারার লোকজনের তাবু লক্ষ্য করে বেশকিছু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা মায়াদিন। এ ছাড়া গাজার কেন্দ্রস্থলে দেইর এল-বালাহ শহরের তাবুগুলোতে আশ্রয় নেওয়া মানুষের ওপর বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য দিয়েছে।
ওদিকে, লেবানন থেকে দখলদার ইসরায়েলের কাফর ইউফাল ও মইয়ান বারুচ এলাকার বিভিন্ন বসতি লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ মিলিশিয়ারা।
এদিকে, ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যের জন্য গঠিত সংস্থা ইউএনআরডব্লিউএ’র তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে নতুন আইন প্রণয়ন করেছে তার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ছাড়া নিরাপত্তা পরিষদের খোলা বিতর্কের পর ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ১৬টি দেশ ইউএনআরডব্লিউএ’র প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। দেশগুলো বলেছে, ইসরায়েলের এই উদ্যোগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৩ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে আরও এক লাখ এক হাজার ২২৩ জন।
লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মারা গেছে দুই হাজার ৭৮৭ জন। পাশাপাশি আহত হয়েছে আরও ১২ হাজার ৭৭২ জন। এর মধ্যে গতকাল মঙ্গলবার একদিনেই নিহত হয়েছে ৭৭ জন।