জেনিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েলের সেনাঘাঁটি স্থাপন

গাজায় ব্যবহৃত যুদ্ধ কৌশলই এবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে প্রয়োগ করছে ইসরায়েল, এমনটাই অভিযোগ করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাবাহিনী সেখানে ট্যাংক মোতায়েন করেছে, শরণার্থী শিবিরের বড় অংশ ধ্বংস করেছে এবং একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। খবর আল-জাজিরার।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদকরা জানান, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনের দক্ষিণে অবস্থিত ফাওয়ার ক্যাম্পে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

হামাসের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৬২০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি বিলম্বিত করে গাজার যুদ্ধবিরতি চুক্তি ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জার্মানিকে তার আইনি বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছে। কারণ, নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখ ১১ হাজার ৭৫৯ জন আহত হয়েছে। তবে সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মানুষকে নিখোঁজ ধরে নিয়ে প্রকৃত মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯।