ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত রাখবে ফ্রান্স

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার পর ফ্রান্সের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। অপরদিকে, ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ শুক্রবার (৭ মার্চ) এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো।
জার্মান গালুশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের জ্বালানি ও গ্যাস অবকাঠামো আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।’
গালুশচেঙ্কো আরও বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করছে। তারা জ্বালানি ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য ইউক্রেনীয়দের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা।
ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে পোস্টে বলেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজন নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬৫ বছর বয়সী ওই নারী এবং ৬১ বছর বয়সী এক পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওডেসা অঞ্চলের হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এক শীর্ষ সম্মেলনে সমবেত হন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
বৈঠকের পর কিয়েভের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয়। এর ফলে রুশ বাহিনীর হামলা প্রতিরোধ ও আক্রমণের সক্ষমতা দুর্বল হয়ে পড়ে দেশটির।