যুক্তরাজ্যে স্কুলে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী কিশোরের ৪৯ বছর জেল

নিজের মা ও ভাই-বোনকে নৃশংসভাবে হত্যার পর বাচ্চাদের একটি স্কুলে নির্বিচার হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাকারী যুক্তরাজ্যের এক কিশোরকে ৪৯ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। নিকোলাস প্রোসপার নামের ওই কিশোর চেয়েছিল যুক্তরাষ্ট্রের আদলে স্কুলে হামলা চালিয়ে ২১ শতকের সবচেয়ে নামকরা হত্যাকারী হতে। খবর এএফপির।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের লুটন শহরে একটি শটগানের মাধ্যমে নিকোলাস তার মা জুলিয়ানা ফ্যালকন (৪৮), বোন জিসেলা (১৩) ও ভাই কাইল (১৬)-কে হত্যা করে। এ সময় তাদের দেহে শতাধিকবার ছুরকাঘাতও করে সে। সে সময়ে তার বয়স ছিল ১৮ বছর।
পরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রোসপার তার ‘ফ্রাইডে ১৩’ পরিকল্পনার কথা জানান। তিনি বাড়ির কাছাকাছি স্কুলে গিয়ে চার বছর বয়সী স্কুলের বাচ্চাদের ও দুজন স্কুল শিক্ষককে হত্যার পর নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন।
নিকোলাস প্রোসপার জানান, তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ‘স্যান্ডি হুক’ এবং ‘ভার্জিনিয়া টেক’ গণহত্যার চাইতেও আরও ভয়াহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে। তবে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের হত্যা করার সময় তার মা ঘুম থেকে উঠে যাওয়ায় তার পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। তাদের চিৎকারে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
বর্তমানে ১৯ বছর বয়সী নিকোলাস প্রোসপারের বিরুদ্ধে আজ বুধবার (১৯ মার্চ) রায় ঘোষণার সময় বিচারক তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। আপনি চেয়েছিলেন নিজের মৃত্যুর পর ২১ শতকের সবচেয়ে দাগী স্কুল শ্যুটার হিসেবে পরিচিতি পেতে।’

বিচারক ববি চিমা গ্রাব রায় ঘোষণার সময় প্রোসপারকে বলেন, ‘২০১২ সালে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২০ বছর বয়সী এডাম ল্যানজা ২০ শিশু ও ছয়জন পরিণত বয়সের লোককে হত্যার মাধ্যমে যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল তাকেও ছাপিয়ে যেতে চেয়েছিলেন আপনি।’ বিচারক আরও বলেন, ‘আপনি ৩৪ জনকে হত্যার মাধ্যমে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক স্কুলের ভয়ানক হত্যাকাণ্ডের শিকার হওয়া ৩৩ জনের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে চেয়েছিলেন।’
বিশেষজ্ঞরা বলছেন, নিকোলাস প্রোসপারের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসরডারের (এএসডি) লক্ষণ রয়েছে। তার এ ধরনের ভয়ানক কাজ ও পরিকল্পনার জন্য বিচারক তাকে কমপক্ষে ৪৯ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।