ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই : প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডব চালিয়ে এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এটিকে ‘ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ইসরায়েলের সমালোচনা করে প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, ইসরায়েলে এসব কর্মকাণ্ডে প্রকাশ পায় যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করছে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করছে।
এ সময় ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রশংসা প্রবল উল্লেখ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবুও তাদের মনোবল এখনও দৃঢ় ও অটল।

উল্লেখ্য, জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।