অস্ট্রেলিয়ার উপকূলে ঢেউয়ের আঘাতে ভেসে গিয়ে নিহত ৬

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বিশাল ঢেউয়ের আঘাতে পাথরের ওপর থেকে ভেসে গিয়ে ছয় জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার (২০ এপ্রিল) সিডনির কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলে পাথরের ধাক্কায় ভেসে যাওয়া সর্বশেষ এক জেলেসহ দুজনকে উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ছয় জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা প্রদানকারীরা ওয়াটামোল্লা সমুদ্র সৈকতে দুজনকে উদ্ধার করেছে। দক্ষিণ সিডনির উপকণ্ঠে মাছ ধরার সময় পাথরের ওপর থেকে ভেসে যাওয়ায় এই দম্পতি মারা যান। এছাড়া ১৪ বছর বয়সী এক বালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এ ঘটনা ঘটেছে। পর্যটকরা ইস্টার সানডের ছুটিতে এখানে বেড়াতে এসেছিলেন। এর আগে গত শুক্রবার নিউ সাউথ ওয়েলসে তিনজন ডুবে যান। নিখোঁজ হওয়া আরও দুজনের সন্ধান চলছে।
এক সতর্কবার্তায় সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়া (এসএলএসএ) গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বলেছে, শক্তিশালী ঢেউ নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া উপকূলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
শুক্রবার যখন কিছু জায়গায় তিন দশমিক পাঁচ মিটার পর্যন্ত উঁচু ঢেউ ছিল, তখন দক্ষিণ নিউ সাউথ ওয়েলসে একজন জেলে পাথরের ওপর থেকে ভেসে গিয়ে মারা যান।