কবি শাহীন ওমরের কাব্যগ্রন্থ স্বপনে শরাব ঢালে হুর পাওয়া যাচ্ছে বইমেলায়
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কবি শাহীন ওমরের কাব্যগ্রন্থ ‘স্বপনে শরাব ঢালে হুর’ পাঠকপ্রিয়তা পেয়েছে। মনিরুজ্জামান পলাশের প্রচ্ছদে বইটি এনেছে চমনপ্রকাশ। পাওয়া যাচ্ছে মেলার ৫৩৮ নম্বর স্টলে।
প্রকাশক এনাম রেজা বলেন, ‘মেলার প্রথম দিন থেকেই কবি শাহীন ওমরের বইটি মেলায় পাওয়া যাচ্ছে। সব বয়সী পাঠকের কাছেই তাঁর কবিতা বেশ প্রিয়।’
কবি এনাম রাজু বলেন, ‘লিখিত কবিতা কথা বলে আলোর পক্ষে, ভালোর পক্ষে। অবশ্য সব কবিতাই যে শোষকের বিরুদ্ধে কথা বলে, নিপীড়িত মানুষের হাত ও ঠোঁট হতে পারে, তা কিন্তু নয়। কবি শাহীন ওমরের কবিতায় অপরাজনীতির বিরুদ্ধে রয়েছে স্লোগান, অপসংস্কৃতির বিরুদ্ধে রয়েছে ধিক্কার, রয়েছে মানুষে পক্ষে, প্রকৃতির পক্ষে পূর্ণ ভালোবাসা, স্নেহমায়া, আদর ও সহানুভূতি।’
কবি শাহীন ওমর বলেন, ‘স্বপনে শরাব ঢালে হুর কাব্যগ্রন্থে মানুষের জন্য কিছু রেখে যেতে চেষ্টা করেছি। পৃথিবী কাব্যময় হয়ে উঠবে, কাব্য সব জ্বরাকে মুছে দেবে—এই প্রত্যাশা করি।’
জানা গেছে, কাব্যগ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। তবে, মেলায় ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে বইটি।