প্রকাশনা সংস্থা চলন্তিকার শিল্পকলায় আনন্দ সম্মিলন
আগামীকাল ১২ জানুয়ারি প্রকাশনা সংস্থা চলন্তিকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩টায় লেখক-পাঠক ও শিল্পীদের নিয়ে আনন্দ সম্মিলনের আয়োজন করেছে।
প্রকাশনা সংস্থা চলন্তিকা পাঁচ বছর পূর্ণ করে ষষ্ট বর্ষে পদার্পণ করবে। বাংলা শিল্প সাহিত্যের প্রসার লক্ষ্যে গত কয়েক বছরের মতো এ বছরও সমকালীন বাংলা সাহিত্যের খ্যাতিমান সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তিশিল্পী ও বিশিষ্ট জনদের নিয়ে এ আয়োজন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহাম্মদ, বাংলা একাডেমির মহাপরিচালক- জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ঝর্না রহমান, সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, খায়রুল ওয়াসি, বন্যা তালুকদার, রূপসা, দীপ্তি সরকারসহ নবীন-প্রবীণ শিল্পী সাহিত্যিকরা।
অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের সাথে থাকছে আজীবন সম্মাননা প্রদান, বিশেষ সম্মাননা প্রদান, বিশেষ পুরস্কার, বেস্ট সেলার পুরস্কার, চলন্তিকা পাণ্ডুলিপি পুরস্কার, সামালোচনা জরিপ পুরস্কার, পাঠক জরিপ পুরস্কার। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং বিশিষ্ট জনদের বক্তব্য।