বইমেলায় রওশন জাহান মাসুমার উপন্যাস ‘নষ্ট উপাখ্যান’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/10/book-fair.jpg)
কবি ও কথাসাহিত্যিক রওশন জাহান মাসুমার নতুন উপন্যাস ‘নষ্ট উপাখ্যান’ এসেছে অমর একুশে গ্রন্থমেলায়। মেলার ১০ দিনে পেয়েছি পাঠকপ্রিয়তাও। গ্রিন ওয়ার্ল্ড পাবলিকেশন্স প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে জ্ঞানজ্যোতি প্রকাশনার ৪৭৯ নম্বর স্টলে।
পটুয়াখালী জেলা শহরে বেড়ে ওঠা রওশন জাহান মাসুমা দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। সাগরকন্যার এই লেখিকা বলেন, ‘ছোটবেলা থেকে কবিতা, গল্প, উপন্যাস পড়তে-পড়তে লেখালেখির একটা স্বপ্ন তৈরি হয়েছিল। তারপর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। এখন লিখছি।’
নষ্ট উপাখ্যান রওশন জাহান মাসুমার সপ্তম বই। সমাজের নানা কৃষ্টি-সংস্কৃতি ও বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের বিভিন্ন কাহিনী ফুটে উঠেছে তাঁর লেখায়। গল্পে-গল্পে তুলে ধরেছেন করুণ প্রেক্ষাপট। দেখাতে চেয়েছেন পরিকল্পিত রূপরেখার ইতিবৃত্ত।
রওশন জাহান মাসুমার অন্যান্য বইয়ের তালিকায় আছে কাব্যগ্রন্থ—গোধূলি লগ্ন, মেঘ বালিকা ও জল রঙে আঁকা; উপন্যাসের বই—মেঘে মেঘে ছায়া, গোলকধাঁধা এবং গল্পগ্রন্থ নিভ্রবিন্দু।
এবারের উপন্যাস ‘নষ্ট উপাখ্যান’র প্রচ্ছদ করেছেন জি মিশন।