সালেক খোকনের নতুন বই ‘অপরাজেয় একাত্তর’
পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশ হয়েছে লেখক ও গবেষক সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই ‘অপরাজেয় একাত্তর’। বইটির প্রচ্ছদ এঁকেছেন তৌহিন হাসান।
মুক্তিযুদ্ধভিত্তিক নতুন এ বইটি নিয়ে পেন্সিল পাবলিকেশনসের প্রকাশক বদরুল আলম চৌধুরী বুলবুল বলেছেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকে পেন্সিল পাবলিকেশন্স বাংলা, বাঙালি ও বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী খুবই সন্নিকটে। তাই পেন্সিল পাবলিকেশন্স বাঙালির মহান মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও বাঙালির ইতিহাসকে কেন্দ্র করে ৫০টি বই প্রকাশ করার পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকন রচিত ‘অপরাজেয় একাত্তর’ বইটি প্রকাশ হলো।’
বুলবুল আরো বলেন, ‘এ বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধের স্মরণীয় কয়েকটি যুদ্ধের নির্মোহ ইতিহাস উঠে এসেছে বীর মুক্তিযোদ্ধাদের বয়ানে। আমরা প্রত্যাশা করি, এই বইয়ের মাধ্যমে পাঠক মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস পাঠে সক্ষম হবে। পেন্সিল পাবলিকেশনস মুক্তিযুদ্ধভিত্তিক বইটি প্রকাশ করতে পেরে সত্যিই গর্বিত।’
সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকর্মে যুক্ত রয়েছেন এক যুগেরও অধিক সময় থেকে। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার লাভ করে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২২টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোর মধ্যে ‘১৯৭১ : রক্ত, মাটি ও বীরের গদ্য’, ‘১৯৭১ : যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা’, ‘রক্তে রাঙা একাত্তর’, ‘১৯৭১ : রক্তমাখা যুদ্ধকথা’, ‘যুদ্ধাহতের ভাষ্য’ উল্লেখযোগ্য।
১৫২ পৃষ্ঠার মুক্তিযুদ্ধভিত্তিক এ বইটির মলাট-মূল্য ৩৫০ টাকা। পাওয়া যাচ্ছে রকমারিসহ বিভিন্ন বইয়ের দোকানে।