আগামীকাল দ্বিজেন শর্মার জন্মোৎসব
বরেণ্য নিসর্গী, লেখক ও অধ্যাপক দ্বিজেন শর্মার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ঘিরে নানা আয়োজন করেছে প্রকৃতিবিষয়ক সংগঠন তরুপল্লব।
এসব আয়োজনের মধ্যে রয়েছে নাগরিক সংবর্ধনা, সম্মাননাগ্রন্থ প্রকাশনা উৎসব, দিনব্যাপী প্রকৃতিমেলা, আলোকচিত্র প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রকৃতি-পরিবেশবিষয়ক বইমেলা, প্রদর্শনীসহ নানা আয়োজন।
১২ জুন শুক্রবার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. হায়াৎ মামুদ।
এ দিন বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে ঢাকার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। দ্বিজেন শর্মাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বিকেল ৫টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। সন্ধ্যা ৬টায় দ্বিজেন শর্মার প্রথম বই ‘শ্যামলী নিসর্গ’-এর নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হবে।
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ড. আইনুন নিশাত প্রমুখ।