শেষ হলো ঢাকা বইমেলা
বাংলা একাডেমি চত্বরে আয়োজিত ঢাকা বইমেলার শেষ হলো গতকাল সোমবার। গত ৯ জুন থেকে শুরু হয় এই মেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত ছিল। কয়েক বছরের বিরতির পর এবার এই মেলার আয়োজন করা হয় ।
মেলায় জনপ্রিয় সব প্রকাশনী অংশ নেয়। অন্যপ্রকাশ, দিব্য প্রকাশ, ঐতিহ্যের পাশাপাশি ছিল শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউটের মতো সরকারি প্রকাশনী সংস্থাগুলোও।
‘চেতনার জাগরণে বই’ শিরোনামে আয়োজিত ঢাকা বইমেলা আয়োজনের মূল উদ্যোক্তা ছিল জাতীয় গ্রন্থকেন্দ্র, সহযোগিতায় ছিল বাংলা একাডেমি।