আগামীকাল আহমদ ছফা স্মরণ
বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক আহমদ ছফার জন্মদিন আসছে ৩০ জুন। তিনি ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে আহমদ ছফা রাষ্ট্রসভার পক্ষ থেকে আগামীকাল শুক্রবার, ১৯ জুন, সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘আহমদ ছফার ৭৩তম জন্মদিন’ শিরোনামের এই অনুষ্ঠানে ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও নতুন জাতির জন্ম’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন সামসুদ্দোজা সাজেন। এরপর অনুষ্ঠানে ছফাকে নিয়ে আলোচনা করবেন মনসুর মুসা, সলিমুল্লাহ খান, নাসির আলী মামুন, সাখাওয়াত টিপু, আফজালুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কামাল লোহানি।
সাহিত্যকর্মে অনন্য অবদানের জন্য আহমদ ছফা ২০০২ সালে সাহিত্যে মরণোত্তর একুশে পদক লাভ করেন। ‘জাগ্রত বাংলাদেশ’, ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’, ‘বাঙালি মুসলমানের মন’, ‘লেনিন ঘুমোবে এবার’, ‘সূর্য তুমি সাথী’, ‘ওংকার’, ‘পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ’ প্রভৃতি আহমদ ছফার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।