জন্মদিন বক্তৃতা
ছফা এক শক্তিশালী সমাজচিন্তক : কামাল লোহানী
তৃতীয়বারের মতো কথাশিল্পী আহমদ ছফার জন্মবার্ষিকী উপলক্ষে জন্মদিন বক্তৃতা আয়োজন করল ‘আহমদ ছফা রাষ্ট্রসভা।’ আগামী ৩০ জুন আহমদ ছফার ৭৩তম জন্মদিন হলেও পবিত্র রমজান মাসের জন্য এবার সভাটি একটু এগিয়ে আনা হয়েছে। বক্তৃতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৯ জুন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সভাকক্ষে।
‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও নতুন জাতির অভ্যুদয়’ শিরোনামে এবারকার সভার বক্তা ছিলেন সামসুদ্দোজা সাজেন। সকাল ১০টায় শুরু হওয়া বক্তব্যসভার প্রথমেই তিনি আলোচ্য বিষয়টির ওপর তাঁর লিখিত প্রবন্ধের মূল অংশ পাঠ করেন। তাঁর প্রবন্ধে ঊনসত্তরের আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক উঠে আসে।
এরপর সামসুদ্দোজা সাজেনের পাঠকৃত প্রবন্ধের নানা দিক এবং আহমদ ছফাকে স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। একে একে বক্তৃতা করেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, কবি সাখাওয়াত টিপু, কবি-সাংবাদিক দীপঙ্কর গৌতম, অধ্যাপক মনসুর মুসা, তরুণ গবেষক আফজালুর রহমান, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সলিমুল্লাহ খান এবং সভার সভাপতি কামাল লোহানী। তাঁরা বক্তব্যে আহমদ ছফার ব্যক্তিজীবন, আদর্শ এবং তাঁর রচনাগুলো নিয়ে কথা বলেন। এ ছাড়া পাঠকৃত প্রবন্ধের ব্যাপারে তাঁরা বিভিন্ন মন্তব্য করেন এবং ঐতিহাসিক দিক থেকে ঊনসত্তরের গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন।
বক্তাদের মাঝে কেউ কেউ ব্যক্তিগত জীবনে আহমদ ছফাকে খুব কাছ থেকে দেখেছেন। তাই ব্যক্তি আহমদ ছফা সম্পর্কে বেশ কিছু অভিজ্ঞতা তারা শ্রোতাদের উদ্দেশে বর্ণনা করেন। আহমদ ছফার সংগ্রামী জীবন, আদর্শিক মজবুত স্থান, সাহিত্যপ্রেম এবং অন্য সাহিত্যিকদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের কথাগুলো মুগ্ধ হয়ে শোনেন শতাধিক উপস্থিত শ্রোতা। সভার সভাপতি কামাল লোহানী তাঁর বক্তৃতায় বলেন, ‘গত কয়েকদিনে তিনটি স্মরণসভায় উপস্থিত হয়েছি।
বাকিদের তুলনায় আহমদ ছফার পরিচিতি কম। তবু সভায় এত মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে, ছফার আদর্শ এবং চেতনার প্রতি অঙ্গীকারবদ্ধ মানুষের সংখ্যা এখনো কমেনি।’ তিনি আরো বলেন, ‘আহমদ ছফা চরিত্রের দিক থেকে ছিলেন একজন বোহেমিয়ান। কিন্তু তাঁর লেখায় প্রকাশ পায় এক শক্তিশালী সমাজচিন্তক এবং স্পষ্টভাষী এক লেখক। তাঁর রচিত উপন্যাস এবং লেখাগুলো আজও সে আদর্শ বহন করে যাচ্ছে।’
আহমদ ছফা ২০০১ সালে মৃত্যুবরণ করেন। এর পর থেকে প্রতিবছরই তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা আয়োজন করে রাষ্ট্রসভা। দুই বছর আগে তাঁর জন্মবার্ষিকীতেও বক্তৃতা সভা শুরু করছে ‘আহমদ ছফা রাষ্ট্রসভা।’ প্রতিবছরই সভা দুটিতে আহমদ ছফার ভক্ত ও পাঠকরা সমবেত হন।