কায়ায় চলছে বিশেষ প্রদর্শনী
ঢাকার উত্তরায় ৪ নং সেক্টরের ১৬ নং রোডের ২০ নং বাড়ি- এই ঠিকানাটি দেশের শিল্পপ্রেমী মানুষদের কাছে এখন বেশ পরিচিত। কারণ এই ঠিকানাটি ‘গ্যালারি কায়া’র । এখানে ১১ বছর ধরে দেশের নবীন-প্রবীণ শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়ে আসছে। উত্তরার মতো জায়গায় একটি আর্ট গ্যালারি শিল্পী ও শিল্পপ্রেমীদের কতটা আকৃষ্ট করবে এই দ্বিধার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় ‘গ্যালারি কায়া’, কিন্তু সেই দ্বিধা আর নেই। এর প্রমাণ একের পর এক সফল প্রদর্শনী হচ্ছে এই গ্যালারিতে। গত ৫ জুন বিকেল ৬টায় উদ্বোধন হওয়া একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে গ্যালারি কায়া শুরু করল তার এক যুগের পথচলা । প্রদর্শনীটি উদ্বোধন করেন অর্থনীতিবিদ বিনায়ক সেন ।
গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন- যখন শুরু করি একটা চ্যালেঞ্জই ছিল, উত্তরায় ছবির গ্যালারি শিল্পরসিকদের দৃষ্টি কাড়তে পারবে কি পারবে না। আমাদের পরিকল্পনা ছিল নতুন নতুন আকর্ষণীয় প্রদর্শনী নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়া। বলা যায়, সবার সহযোগিতায় পেরিয়ে এসেছি এতটা বছর।
কায়ার ১১ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে ২৩ জন দেশ ও বিশ্ববরেণ্য শিল্পী জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, রশিদ চৌধুরী, দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ডু, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্র শেখর দে, দীপা হক, তরুণ ঘোষ, রতন মজুমদার, শম্ভু আচার্য, রণজিৎ দাশ ও শিশির ভট্টাচার্যের আঁকা চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে ।
তেলরঙ, জলরঙ, উটকাট, লিথোগ্রাফ, অ্যাক্রেলিক, গোয়াশ, প্যাস্টেল সহ বিভিন্ন মাধ্যমে ১৯৭৩ থেকে ২০১৩ সালের মধ্যে আঁকা ৪৪টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীর বেশির ভাগ চিত্রকর্ম গ্যালারি কায়ার সংগ্রহ থেকে নেওয়া, এ ছাড়া ব্যক্তিগত সংগ্রহ ও দুজন সংগ্রাহকের তিনটি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। সংগৃহীত বেশ দুর্লভ চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনী আগামী ২৬ জুন পর্যন্ত চলবে, আর খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।