সুজয় ঘোষের ‘অহল্যা’য় ‘আলমা’র ছায়া
সুজয় ঘোষের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অহল্যা’ এখন রীতিমতো ‘টক অব দ্য টাউন’। আলোচনার পিছু পিছু এসেছে সমালোচনাও। বলা হচ্ছে ২০০৯ সালের স্প্যানিশ অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘আলমা’ এর কাহিনীকে অবলম্বন করেই বানানো হয়েছে ‘অহল্যা’। কলকাতা টোয়েন্টিফোর সেভেনে দেখা গেল এমন অভিযোগের কথা।
আলমা ছবিটি পাঁচ মিনিট ২৪ সেকেন্ডের। ছবিতে কোনো সংলাপ নেই। এটি পরিচালনা করেছেন রড্রিগো ব্লাস। পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম ছবি। এর আগে পিক্সার স্টুডিওতে অ্যানিমেটর হিসেবে ফাইন্ডিং নিমো, ওয়াল-ই, কারস এবং আপ ছবিতে অ্যানিমেটর হিসেবে কাজ করেছেন তিনি।
‘আলমা’ ছবিটি তৈরি করা হয়েছে আলমা নামের ছোট্ট একটি মেয়ের ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাক্রমে সে শহরের একটি পুতুলঘরে ঢুকে পড়ে এবং নিজেও পুতুলের ভেতর আটকা পড়ে। সুজয় ঘোষের ‘অহল্যা’ ছবিতেও একইভাবে পুলিশ কর্মকর্তা ইন্দ্র পুতুলের ভেতর আটকা পড়েন।
আর কাহিনী এবং নির্মাণের এই সাদৃশ্যের কারণেই বলা হচ্ছে আলমা থেকে ধার করেই বানানো হয়েছে ‘অহল্যা’। যদিও এ বিষয়ে অহল্যা’র পরিচালক সুজয় ঘোষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আলমা ছবিটি দেখুন :