ক্যানভাসে ‘কালচিত্রের বাহাস’
‘একদিকে মূল্যবোধহীন রাজনীতি, লক্ষ্যহীন ও বাণিজ্যিক শিক্ষাব্যবস্থা, গলাটিপে ধরা চিকিৎসাব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ণ ও বিপর্যস্ত পরিবেশ। অন্যদিকে মা-মাটি-মানুষ প্রাণ ও প্রকৃতির চিরন্তন প্রবাহ। মনের গভীরে স্রোতস্বিনী নদীর মতো বইতে থাকা ভাষা আন্দোলন, স্বাধিকারের সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা। দুনিয়ার প্রগতির ইতিহাস, মানবিক বিকাশের স্বপ্ন। কাঙ্ক্ষিত সমাজ আর দৃশ্যমান বাস্তবতার এ দুই ছবির সংঘাতে ক্ষত-বিক্ষত মানুষের মুখচ্ছবি, এসবই আঁকার চেষ্টা করি আমি।’ নিজের শিল্পকর্ম সম্পর্কে কথাগুলো বলছিলেন শিল্পী মো. হারুন অর রশীদ টুটুল।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘কালচিত্রের বাহাস’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী মো. হারুন অর রশীদ টুটুলের একক চিত্র প্রদর্শনী। ২৭ জুলাই সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিল্পী টুটুল তাঁর আবেগের তীব্রতায় সমাজের চারপাশের মানুষ, পরিস্থিতি ও বাস্তবতা, শহরে জীবন, শহরে গল্প, টুকরো টুকরো সময়, টুকরো টুকরো স্বপ্ন তুলির ছোঁয়ায় কখনো মূর্ত, আবার কখনো বিমূর্তভাবে ফুটিয়ে তুলেছেন।
অমানবিক একসময়ের স্রোতে ভেসে যাচ্ছি আমরা। যেন পরিচিত দেশটাকে খুঁজে পাচ্ছি না আর। গ্রাম থেকে শহর, নগর, বন্দর সবই পাল্টে যাচ্ছে দ্রুত। প্রকৃতির সঙ্গে বৈরিতায় মানুষের নির্মাণ দিন দিন হচ্ছে আরো আত্মঘাতী। দেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতির ইতিহাসে আঁকা ছবি আর যাপিত জীবনের অভিজ্ঞতার ব্যবধান তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চারপাশের বাস্তবতা নতুন বয়ান নিয়ে প্রকাশিত হতে থাকে অসহায় নাগরিক দৃশ্যপটে।
দেশের চলমান অনৈতিক আর অমানবিক রাজনীতি এই বাস্তবতাকে আরো কঠিন করে তুলেছে। নিরাপত্তাহীন এখন সবার জীবন। ক্ষমতার লোভ পেশিশক্তির দাপটে চারদিকে সংঘাত-হানাহানি, বোমাবাজি, গুম-হত্যা-খুন, আগুন। বরাবরের মতোই ক্ষমতা আর বিত্তের নিচতলার বাসিন্দারাই এসবের সবচেয়ে বড় বলি। বিষয়গুলো নির্লজ্জভাবে প্রকাশ্য ও নৈমিত্তিক। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত জমতে থাকা এই ছবিগুলো মনের কালো ছায়া ফেলে আমাদের সংবেদহীন করে তুলছে।
স্বাধীনতার মার্চ, নগরজীবন, মেট্রো মেডিসিন, তীব্র উন্নয়ন, ব্রেন-ড্রেন, ধ্বংসের লেজ, অশুভ-অকল্যাণকর ও সময় এবং বাস্তবতা সিরিজের চিত্রকর্মগুলো যেন চিত্রপটে এঁকে ফেলার মতোই মানসপটে দেশের ছবির সঙ্গে দৃশ্যমান বাস্তবতাকে ন্যূনতম মানবিক কোলাজে মিলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা শিল্পীর।
প্রদর্শনীটি চলবে ৫ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।