বাধনের সংকলনে নয়া উদারবাদী যুগের বাংলাদেশ
‘নব্য উদারবাদী যুগের এই সরকারি-বেসরকারি সন্ত্রাসবাদের বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই আমাদের বাংলাদেশের বাস্তবতা প্রতিদিন নির্মিত হচ্ছে। যখন একদল ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রল বোমায় মানুষ পোড়ায়, আর আরেক দল ক্ষমতা থেকে না নামবার জন্য জঙ্গি ডিসকোর্স ব্যবহার করে, আইনি-বেআইনি পথে মানুষ মারে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে; তখন আমরা দেখতে পাই মানুষ স্রেফ পরিসংখ্যানের এক একটি অঙ্কে রূপান্তরিত হয়। মানুষের জীবনের দাম ক্রমাগত কমে যায়।’
বাধন অধিকারীর সম্পাদনায় ‘বাংলাদেশ পরিস্থিতি : নয়া উদারবাদী যুগে শাসনপ্রণালী ও কথকতা’ বইয়ের সংকলন প্রসঙ্গ শুরু হয়েছে এভাবেই। বলা হয়েছে, ‘সার্বভৌম ক্ষমতার নামে মানুষের যে জীবন আর মরণের অধিকার রাষ্ট্র নিজের করে নিয়েছে; সেখানে জীবনের দেখভাল করার শর্ত ক্ষুণ্ণ করেই রাষ্ট্র টিকে আছে। নিজেকে ক্ষুণ্ণ করে জারি থাকা বৈশ্বিক জাতিরাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ অংশের মানুষ হিসেবে আমাদের একটি নির্দিষ্ট সময়কে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এই বইতে।’
বইটিকে বেশ কয়েকটি পর্বে ভাগ করে সাজানো হয়েছে। বইয়ের ভূমিকাপর্বে রয়েছে ফাহমিদা উর্ণি, নোম চমস্কি আর বাধন অধিকারীর লেখা।
প্রবন্ধ ও বক্তৃতাপর্বের জন্য লিখেছেন বাধন অধিকারী, বখতিয়ার আহমেদ, সেলিম রেজা নিউটন ও উদিসা ইসলাম।
আর সাক্ষাৎকারপর্বে রয়েছে আ-আল মামুন, নাসরিন খন্দকার, সুমন রহমান ও কল্লোল মোস্তফার সঙ্গে আলাপচারিতা
প্রবন্ধপর্বের জন্য লিখেছেন শাহেরীন আরাফাত ও পাভেল পার্থ।
সংকলনটিতে লেখকদের কলমে উঠে এসেছে নব্য উদারবাদের রাজনীতি, অর্থনীতি, সরকারি-বেসরকারি বৈশ্বিক সন্ত্রাস এবং বাংলাদেশ, স্বৈরতন্ত্রে নাগরিকের জীবন, হত্যাকাণ্ডের রাজনীতি,
শাসন প্রণালী, রাষ্ট্রের অহিংস-অসামরিক পুনর্গঠনের বিষয়, নারীর চোখে বিচারের ইতিহাস, শাহবাগ আর শাপলা চত্বরের আন্দোলন, চাঁদে সাঈদীকে দেখা যাওয়ার প্রসঙ্গ, ইসলামের আবির্ভাবের মতো বিভিন্ন প্রসঙ্গ।
অবশ্য ‘বাংলাদেশ পরিস্থিতি : নয়া উদারবাদী যুগে শাসনপ্রণালী ও কথকতা’ বইটির উৎসর্গপত্র দেখলেই বোঝা যায় এই বইতে কী ধরনের বিষয় আলোচিত হয়েছে। উৎসর্গপত্রে বলা হয়েছে, ‘শাহবাগের নামে, হেফাজতের নামে, আস্তিক্যের নামে, নাস্তিক্যের নামে, আইনি-বেআইনি রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ কিংবা বেসরকারি রাজনৈতিক হিংসার আগুনে পুড়ে, কিংবা পুঁজিবাদী সমাজব্যবস্থার কাঠামোগত গণহত্যার শিকার হয়ে দেশের যেখানে যিনি যেভাবে অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন, তাঁদের সবার প্রতি এই সংকলন উৎসর্গিত…’
বইটি প্রকাশ করেছে কাঠপেন্সিল। আর পরিবেশক হিসেবে রয়েছে কাঁটাবনের কনকর্ড টাওয়ারের সংহতি প্রকাশন। আগামী ১০ আগস্ট প্রকাশ হতে যাওয়া এই বইটির দাম ৪০০ টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন বইয়ের সংকলন প্রণেতা বাধন অধিকারী। ২০০৭ সালে অগণতান্ত্রিক সেনা কর্তৃত্বের সরকারের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কর্তৃত্ববিরোধী শিক্ষার্থীবৃন্দ’ প্লাটফর্মে যে মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল বাধন ছিলেন তার নিবেদিতপ্রাণ সংগঠক এবং কর্মী। নানা ধারার মুক্তিকামী প্রতিরোধ আন্দোলনের সাথেই জড়িত থাকলেও কোনো রাজনৈতিক সংগঠনে নাম লেখাননি কখনো।
দৈনিক কালের কণ্ঠ, একুশে টেলিভিশনসহ বেশ কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানে কাজ শেষে বাধন এখন অনলাইন পোর্টাল প্রিয়.কম-এ সহকারী বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন।