মেলা থেকে
বইমেলার শিশু চত্বরে আনিসুল হক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/02/photo-1517572381.jpg)
অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন আজ। এসেছিলেন সাংবাদিক ও লেখক আনিসুল হক। শিশু চত্বরে তিনি আজ শিশুদের সঙ্গে সময় কাটান। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিশুদের বই প্রকাশের ব্যাপারে গুরুত্বারোপ করেন। শিশুদের জন্য অনেক বই বের হলেও তার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আনিসুল হক বলেন, ‘প্রায়ই শিশুরা বুঝতে পারে না কোন বইটি সে নেবে। সে হয়তো কোনো রান্না বা ভূতের বই কিনছে। কিন্তু ভালো বইও তো রয়েছে। আমাদের নিজস্ব ক্ল্যাসিক শিশু সাহিত্যেরও অপ্রতুলতা নেই।’ তিনি শিশুদের বইয়ের মান বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
শিশুদের বইমেলায় নিয়ে আসার ক্ষেত্রে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি। শিশু চত্বরে তিনি বেশ কিছুক্ষণ শিশুদের সঙ্গে কাটান, ছবি তোলেন তাঁর ভক্তদের সঙ্গে। এরপর তিনি মেলার অন্যান্য স্টল ঘুরে দেখেন।
আজ শুক্রবার। বেলা ১১টা থেকেই মেলা উন্মুক্ত করে দেওয়া হয়। সাপ্তাহিক বন্ধের দিনে শিশুরা আজ মা-বাবার হাত ধরে সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত ‘শিশু চত্বরে’ আনন্দে মেতে ওঠে। কেউ নাচছে, কেউ লাফাচ্ছে, কেউ আবার তার পছন্দের বইটি খুঁজছে। প্রকাশকরাও শিশুদের জন্য নানা রঙের প্রচ্ছদ ও নকশা অঙ্কিত বইয়ের পসরা সাজিয়েছেন। তবে শিশু চত্বর ছাড়াও অন্যান্য স্টলেও শিশুদের জন্য বই প্রকাশিত হয়েছে।
মেলা চলবে যথারীতি রাত ৯টা অবধি। এর মাঝে অবশ্য নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।