বইমেলার ছয় নতুন বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/07/photo-1517991623.jpg)
আবেদীন পুশকিনের তিনটি নতুন বই
আবেদীন পুশকিন একাধারে একজন কবি, অনুবাদক, গবেষক। এ বছর বইমেলায় তাঁর একটি কবিতার বই এবং দুটি ধর্মগ্রন্থসহ মোট তিনটি নতুন বই প্রকাশিত হচ্ছে।
ইয়াজিদি ধর্ম ও ধর্মগ্রন্থ। ধরন : অনুবাদ ধর্মগ্রন্থ। প্রচ্ছদকার : দেওয়ান আতিকুর রহমান। মূল্য ১৩০ টাকা।
আজটেক প্রার্থনা। ধরন : অনুবাদ ধর্মগ্রন্থ। প্রচ্ছদকার : আবেদীন পুশকিন। মূল্য ২০০ টাকা। প্রথম হলুদ হতে। ধরন : কবিতা। প্রচ্ছদকার : তানবীনা জাহান জুসি। মূল্য ১৪০ টাকা। তিনটি বই প্রকাশ করছে ‘চৈতন্য প্রকাশন’।
মেলায় আবদুল্লাহ আল ইমরানের তিন উপন্যাস
এবারের মেলায় রয়েছে আবদুল্লাহ আল ইমরানের তিনটি উপন্যাস। এইসব ভালোবাসা মিছে নয়, কালচক্র এবং দিবানিশি। ইমরানের তৃতীয় উপন্যাস ‘দিবানিশি’। কালচক্র ও দিবানিশির প্রচ্ছদ করেছেন সানজিদা পারভীন তিন্নি। প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। মেলার ২২ নম্বর প্যাভিলিয়নে বই দুটি পাওয়া যাবে।