বইমেলায় গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর ‘দখল’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/10/photo-1518263700.jpg)
গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর লেখা নতুন উপন্যাস প্রকাশ পেয়েছে এবার অমর একুশে গ্রন্থমেলায়। উপন্যাসের নাম ‘দখল’। বইটির প্রচ্ছদ করেছেন হাসিব উজ্জামান। প্রকাশক নালন্দা। মূল্য ২২৫টাকা।
‘দখল’ বইটির ফ্ল্যাপে লেখা আছে, “‘দখল’ নিল পাঠক হৃদয়ের দখল, ভালোবাসার জন্য এক কোমল হৃদয়, প্রেমিক হয়েছিল খুনি, আর এক নিষ্ঠুর খুনি হয়েছিল ক্ষমাশীল। একটা হৃদয় দখলের জন্য দুই প্রেমিকের এই যুদ্ধটা ছড়িয়ে পড়েছিল সারা শহরে। শহরটার নাম ঢাকা, যে শহরকে আমরা চিনি না। এই শহরেই আছে আন্ডারওয়ার্ল্ড নামের অচেনা মানুষদের এক অন্ধকার পৃথিবী। রাষ্ট্রের মতো এদেরও আছে নাগরিকদের ওপর গোপন নিয়ন্ত্রণ, আর ক্ষমতার পালাবদল। অন্ধকার ঢাকার অর্গানাইজড ক্রিমিনালদের ক্ষমতা দখলের রক্ত হিম করা গোপন যুদ্ধের সাথে এবার জড়িয়ে গেছে হৃদয় দখলের যুদ্ধটা ‘দখল’- The Fiction based on Fact. শহরের ভিতরে এক গোপন শহর দখলের লড়াই।”
গত বছর অমর একুশে গ্রন্থমেলায় লতিফুল ইসলাম শিবলীর প্রথম উপন্যাস ‘দারবিস’ প্রকাশিত হয়েছিল। পাঠকনন্দিত হয়েছিল বইটি। নব্বই দশকের জনপ্রিয় এই গীতিকবি ‘দখল’ উপন্যাসটা নিয়েও বেশ আশাবাদী বলে জানান।
এ ছাড়া বইমেলায় ব্যান্ড মিউজিকের ইতিহাস নিয়ে লতিফুল ইসলাম শিবলীর লেখা প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ পাওয়া যাচ্ছে শব্দশৈলী প্রকাশনীতে। বইটি ব্যান্ড সংগীতের ইতিহাস নিয়ে লেখা প্রথম এবং একমাত্র বই বলে জানান শিবলী।