বইমেলায় একগুচ্ছ নতুন বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/11/photo-1518325393.jpg)
এবারের একুশে গ্রন্থমেলায়ও বের হচ্ছে নানা ধরনের বই। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বইয়ের খবর নিচে দেওয়া হলো :
আলমগীর কবির রচনা সংগ্রহ : চলচ্চিত্র ও জাতীয় মুক্তি
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক জহির রায়হানের পর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তা আলমগীর কবির (১৯৩৭-১৯৮৯)। আলমগীর কবিরের সাধনা শুধু চলচ্চিত্র পরিচালনা কি সংসদ আন্দোলন সংগঠনে সীমাবদ্ধ ছিল না; সাংবাদিক, ইতিহাসকার ও চিত্রসমালোচক হিসেবেও তাঁর কীর্তি অপূর্ব। ১৯৬০ দশক থেকে শুরু করে ১৯৮৯ সালে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি যে অবিচল কর্মযজ্ঞে দিনাতিপাত করেছেন, তারই আমলনামা ‘আলমগীর কবির রচনা সংগ্রহ’। ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ এই গ্রন্থমালার প্রথম খণ্ড। অপরাপর রচনা একে একে পরের খণ্ডে স্থান পাবে। বর্তমান খণ্ডে সংকলিত হয়েছে প্রবন্ধ-নিবন্ধ, বক্তৃতা-বিবৃতি আর সাক্ষাৎকার মিলিয়ে মোট ৪৫টি রচনা।
আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান ও প্রিয়ম প্রীতিম পাল সম্পাদিত বইটি উৎসর্গ করা হয়েছে জহির রায়হানকে। আর এর ভূমিকা লিখেছেন সলিমুল্লাহ খান। বইটির সম্পাদনা পরিষদে ছিলেন আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান, আরস্তু লেনিন খান, তাহমিদাল জামি, প্রিয়ম প্রীতিম পাল, মেহেদী হাসান, রায়হান রাজু ও সামসুদ্দোজা সাজেন। প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। বইটি যৌথভাবে প্রকাশ করেছে আগামী প্রকাশনী ও মধুপোক। দাম রাখা হয়েছে ৯০০ টাকা। তবে মেলায় ২৫ ভাগ ছাড়ে পাওয়া যাবে।
প্রকৃতিমঙ্গল
প্রকৃতি অন্তপ্রাণ দ্বিজেন শর্মার এই বইটি প্রকৃতি ও মানুষের সম্পর্ক বিষয়ে আটটি মৌলিক ও তিনটি বিখ্যাত বিদেশি গল্পসহ ১১টি অনবদ্য গল্পের একটি সংকলন। ১৫০ গ্রাম অফসেট কাগজে দুই রঙে ছাপা বইটির দাম ৩৭০ টাকা, মেলায় পাওয়া যাবে ২৭০ টাকায়। প্রকৃতি-পরিচয় সংস্করণের জন্য ভূমিকা লিখেছেন দেবী শর্মা। প্রচ্ছদ ও অলংকরণগুলো করেছেন রাজীব দত্ত। পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে ১১৭ প্রকৃতি-পরিচয়ে।
বাংলাদেশের পুষ্প-বৃক্ষ লতা-গুল্ম
এবারের মেলায় মোকারম হোসেনের পাঁচটি নতুন বই বেরিয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বাংলাদেশের পুষ্প-বৃক্ষ লতা-গুল্ম’। বইটি প্রকাশ করেছে তরুপল্লব ও আইইউসিএন। এর পরিবেশক কথাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন নাজমুল আহসান। মূল্য ৯০০ টাকা।
এ ছাড়া বাকি চারটি বই হলো : নিসর্গ আখ্যান, প্রকাশক : কথাপ্রকাশ, প্রচ্ছদ : ধ্রুব এষ, মূল্য : ২৫০ টাকা। পরিবেশের প্রতিপক্ষ, প্রকাশক : কথাপ্রকাশ, প্রচ্ছদ : ধ্রুব এষ, মূল্য : ১৫০ টাকা। বট বোধি ও পাকুড়ের কথা, প্রকাশক : শৈশব, মূল্য : ১০০ টাকা। এসো শখের বাগান করি, প্রকাশক : শৈশব, মূল্য : ৬০ টাকা।
নিঃসঙ্গতার একশ বছর
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সবচেয়ে আলোচিত বই ‘নিঃসঙ্গতার একশ বছর’-এর সুবর্ণজয়ন্তী বিশেষ সংস্করণ প্রকাশ করেছে বাতিঘর। বইটিতে রয়েছে ২০ পৃষ্ঠা রঙিন অলংকরণ। বইটির ভাষান্তর করেছেন জি এইচ হাবীব ।
প্রেমের কবিতা : নন্দিনী
এবারের বইমেলায় বেরিয়েছে মিল্টন বিশ্বাসের কবিতার বই ‘প্রেমের কবিতা : নন্দিনী’। বইটি প্রকাশ করেছে রিডার্স ওয়েজ। আলপ্তগীন তুষার করেছেন বইটির প্রচ্ছদ। দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
মিথিলার জন্য কাব্য ও নিশিসুন্দরী
এবারের অমর একুশে গ্রন্থমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দুটি বই পাওয়া যাচ্ছে। বই দুটি হচ্ছে গল্পগ্রন্থ ‘নিশিসুন্দরী’ ও কাব্যগ্রন্থ ‘মিথিলার জন্য কাব্য’। প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী। গল্পগ্রন্থের প্রচ্ছদ করেছেন ইসমাত জেরিন তৃষা এবং কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন শাহরিয়ার সোহাগ। ৬৪ পৃষ্ঠা করে প্রতিটি বইয়ের মূল্য ১৫০ টাকা। বইগুলো পাওয়া যাবে বইমেলার ২৯৯ নম্বর স্টলে।