বইমেলায় শামীম আল আমিনের দুটি বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/12/photo-1518422475.jpg)
লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের দুটি বই প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত জনপ্রিয় টেলিভিশন টিবিএন২৪ টেলিভিশনের হেড অব নিউজ শামীমের প্রথম উপন্যাস ‘সে এবং অন্ধকার’-এর নতুন সংস্করণ প্রকাশ করেছে অনন্যা প্রকাশ। ‘সে এবং অন্ধকার’ এক কৈশোর পেরোনো তরুণের সাহসী অভিযাত্রার নাম। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
লেখক নতুন সংস্করণের ভূমিকায় লিখেছেন, ‘উপন্যাসটির কাহিনী ঠিক রেখে, কেবল ভাষাগত কিছু পরিমার্জন করা হয়েছে। তবে কাহিনীকাল হিসেবে ২০ বছর আগের সময়কে ধরে নিতে হবে। তখনো মোবাইল ফোনের অত প্রচলন ছিল না এ দেশে। ডাকঘরগুলোর জৌলুস হারিয়ে যায়নি। চিঠির মাধ্যমে তথ্যসহ মনের ভাব আদান-প্রদানের রীতি চালু ছিল।’
লেখকের আরো একটি বই অনিন্দ্য প্রকাশ থেকে বেরিয়েছে। বইয়ের শিরোনাম ‘কাছের দেখা দূরের দেখা’। বইতে প্রাত্যহিক দিনকার কিছু ভাবনা, কিছু কর্মকাণ্ড, কয়েকজন খ্যাতিমান মানুষের সঙ্গে আলাপচারিতা, কিছু তথ্য-উপাত্তের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। সব লেখায় নিজস্ব দৃষ্টিভঙ্গির উপস্থাপনই বইটির বৈশিষ্ট্য। বিশেষ করে কিছু জিনিস দূর থেকে দেখতে কেমন ছিল, সামনে থেকে তা কেমন, রয়েছে নিজের মতো করে দেওয়া সেই বর্ণনাও।