গজারিয়ার গণহত্যা নিয়ে বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/12/photo-1518434723.jpg)
বইমেলায় পাওয়া যাচ্ছে সাহাদাত পারভেজ রচিত ‘গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি’ শিরোনামের বইটি। ১৭৬ পৃষ্ঠার এ বই প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।
১৯৭১ সালের ৯ মে মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। সাহাদাত পারভেজ পরম নিষ্ঠা, আন্তরিকতা আর মমত্ব নিয়ে উদ্ধার করেছেন সেই গণহত্যার অনুপুঙ্খ বিবরণ। সঠিকভাবে তুলে ধরেছেন প্রয়োজনীয় তথ্য, উপাত্ত, সাক্ষাৎকার, ছবি, দলিল, তালিকা, ঘটনাক্রম ও সময়ানুক্রম। বইটি পাঠকদের ফিরিয়ে নিয়ে যায় মুক্তিযুদ্ধের রক্তাক্ত দিনে। হত্যা, মৃত্যু ও বিভীষিকার ছবি আবারও জীবন্ত হয়ে ওঠে। বইটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সহায়তায় সংঘটিত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের নিখাঁদ দলিল হিসেবে সাক্ষী দিতে পারবে।
সাহাদাত পারভেজ একজন খ্যাতমান আলোকচিত্রী ও লেখক। দীর্ঘ দেড় যুগ মাঠপর্যায়ে গবেষণার পর গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য বইটি গত বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল।
বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। এটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়, সাহিত্য প্রকাশের ২৫৩-২৫৬ নম্বর স্টলে। ঘরে বসে পেতে চাইলে রকমারি ডটকম কিংবা ১৬২৯৭ নম্বরে সরাসরি ফোন করতে পারেন। দাম ৩৭৫ টাকা।