মেলা থেকে
বইমেলায় বিভিন্ন মানুষের সঙ্গে সম্মিলন ঘটে : ভাস্বর বন্দ্যোপাধ্যায়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/16/photo-1518762150.jpg)
ভাস্বর বন্দ্যোপাধ্যায়—গুণী আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চের পাশে দেখা হলো। এনটিভি অনলাইনকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বইমেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেলায় সব ধরনের বই দেখতে পাচ্ছি। বিদেশি ধ্রুপদি সাহিত্যের অনুবাদ যেমন দেখছি, আবার গল্প, কবিতা, উপন্যাস কিংবা প্রবন্ধ, সেগুলোও দেখতে পাচ্ছি।’
সোহরাওয়ার্দী প্রাঙ্গণে মেলার সম্প্রসারণ প্রসঙ্গে ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেলা দুই ভাগে ভাগ হলেও কিছু করার নেই আসলে। লোকজন কিন্তু দুই জায়গায়ই ঘুরে ঘুরে দেখছে।’
মেলায় আসা দর্শনার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো মেলায় শুধু ঘুরতে আসার জন্য লোকজন থাকবে। বইমেলাও ঘুরতে আসছে অনেকে। তবে বইয়ের বিক্রি বাড়বে একুশ তারিখের পর, মেলার শেষ দিকে।’
বইমেলায় লেখক-পাঠক-প্রকাশকদের সম্মিলন ঘটে, আড্ডা হয়, একে অন্যের সঙ্গে যোগাযোগ ঘটে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বইমেলা বিভিন্ন মানুষের সঙ্গে সম্মিলন ঘটে।
লেখকদের সঙ্গে আড্ডা হয়, প্রকাশকদের সঙ্গে আড্ডা হয়। পাঠকরা ঘুরে ঘুরে বই কিনে।’
মেলার সার্বিক চিত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। দিন গেলে মেলায় মানুষের ঢল আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।