মেলায় নতুন ৬ বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/17/photo-1518849107.jpg)
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮তে প্রকাশ পেয়েছে লুৎফর হাসানের পাঁচ বই। উপন্যাস ‘লাল কাতানের দুঃখ’, কবিতার বই ‘যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম’ ও নির্বাচিত উপন্যাস ‘লুৎফর হাসানের চার উপন্যাস’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
গল্পের বই ‘ভালোবাসার উনুনঘর’ প্রকাশ পেয়েছে নাগরী প্রকাশ থেকে। ছড়ার বই ‘দুপুর পাখি’ প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। লুৎফর হাসান নানামাত্রিক লেখা লিখছেন বেশ কয়েক বছর ধরেই। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮। এ ছাড়া দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তিনি।
শিশুদের জন্য সাখাওয়াত মজুমদারের ‘বাঘ ও সিংহ’
শিশুদের জন্য লেখক ও অনুবাদক সাখাওয়াত মজুমদার লিখেছেন দ্বিভাষিক বই ‘বাঘ ও সিংহ’। এতে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র ভাষাভাষি জাতিসত্তার শিশুদের প্রারম্ভিক বিকাশোপযোগী গল্প। সেভ দ্য চিলড্রেনের এই দ্বিভাষিক গল্পের বইয়ের উদ্যোগে সাখাওয়াত মজুমদারের লেখা এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। রঙিন এই বইটিতে বাংলা ভাষার পাশাপাশি চাকমা, মারমা এবং ককবরক ভাষার পাশাশাশি রয়েছে মজার মজার ছবিযুক্ত সহজ ভাষায় গল্পের প্রত্যেকটি ঘটনার চিত্র। আঁকিয়ে সুজাতা সেন অত্যন্ত সুন্দরভাবে গল্পের চিত্রগুলোও ফুটিয়ে তুলেছেন বইটিতে। এই গল্পের বইটি পড়ে বাংলা ভাষাভাষি শিশুরাও চাকমা, মারমা এবং ককবরকভাষি শিশুদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এতে শিশুমনে সাংস্কৃতিক যোগাযোগ ঘটবে এবং একে অন্যের জীবন, জীবিকা ও জীবনধারাকে সম্মান করতে শিখবে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং বাড়িতে মা-বাবারাও সন্তানদের বইটির মাধ্যমে শিক্ষা দিতে পারবেন। বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ কেন্দ্রে বইটি পাওয়া যাবে। মূল্য-১৩০ টাকা।