মেলায় নতুন ২ বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/17/photo-1518852680.jpg)
শাহীন চৌধুরীর নতুন উপন্যাস ‘নিরুদ্দেশ’
সাংবাদিক শাহীন চৌধুরী কাব্য, উপন্যাস, ভ্রমণ কাহিনীসহ সব ধরনের লেখায় পারদর্শী। তাঁর নতুন উপন্যাস ‘নিরুদ্দেশ’ এখন বইমেলার ৪১৬-১৭ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে। উপন্যাসটি প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশন।
শাহীন চৌধুরীর আলোচিত উপন্যাসটি একটি চতুর্ভূজ প্রেমকাহিনী। উপন্যাসের নায়িকা মনি একদিকে যেমন জীবনে প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামে রত তেমনি তার ভালোবাসাকে প্রতিষ্ঠা করতেও চালিয়ে যায় প্রাণান্তকর চেষ্টা। আর এজন্য তাকে পর্যায়ক্রমে তিনজন পুরুষের সংস্পর্শে আসতে হয়। কিন্তু তাদের সবার কাছেই সে হয় প্রতারিত। তাই জীবনে প্রতিষ্ঠা পেলেও ভালোবাসায় বারবার ব্যর্থ হয়ে একপর্যায়ে সে লোকচক্ষুর অন্তরালে চলে যায়। মর্মস্পর্শী এ উপন্যাসের কাহিনী পাঠক হৃদয়কে স্পর্শ করবে। উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী সৈয়দ লুৎফুল হক। ঝকঝকে সাদা কাগজে ছাপা ৯৬ পৃষ্ঠার উপন্যাসটির মূল্য ১৮০ টাকা।
মোজাফ্ফর হোসেনের চতুর্থ গল্পগ্রন্থ মেলায় ‘খুন হয়ে যাচ্ছে সব সাদেক’
‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কারজয়ী লেখক মোজাফ্ফর হোসেনের চতুর্থ গল্পগ্রন্থ। ১৭টি গল্প আছে। অধিকাংশ গল্প সমসাময়িক প্রেক্ষাপটে লেখা। ব্লগার হত্যা, সাম্প্রদায়িক হামলার মতো বিষয়গুলো গল্পের উপজীব্য হয়েছে। কিছু কিছু গল্পে অস্বাভাবিক চরিত্রের মাধ্যমে একটা এলিগরির ভেতর দিয়ে বর্তমান সমাজ কিংবা রাষ্ট্রব্যবস্থার নানা অসঙ্গতিকে স্যাটায়ার করা হয়েছে। নতুন নির্মাণশৈলী ও স্বকীয় ভাষাভঙ্গির কারণে গ্রন্থটি সমাদৃত হতে পারে। মোজাফ্ফর হোসেনের বড় বৈশিষ্ট্য, একটি সম্পূর্ণ আলাদা নির্মাণজগৎ তিনি আয়ত্তে আনার চেষ্টা করে যাচ্ছেন। বাস্তব-অবাস্তব-পরাবাস্তব, যেন সত্য ও মিথ্যা কিংবা মিথ্যা না-র এক অদ্ভুত মিশ্রণে তিনি নিজেকে আলাদা করে ফেলেন। গল্পের নির্মাণ নিয়ে মোজাফ্ফর হোসেন বলেন, “সচেতনভাবে আগের গল্পগ্রন্থ ‘অতীত একটা ভিনদেশ’ থেকে বের হতে চেয়েছি। ফলে গল্পের নির্মিতি এবং ভাষাতেও কিছু পরিবর্তন আনতে হয়েছে।” বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘গল্পগুলোতে বর্ণিত সামাজিক পরিস্থিতিটা আমার নির্মাণ নয়, কিন্তু চরিত্রগুলোর যে নির্দিষ্ট পরিণতি সেটি আমি লিখতে লিখতে তৈরি করে নিয়েছি।’
গল্পগ্রন্থ। অন্যপ্রকাশ। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য ২০০ টাকা