মেলা কথা
বইমেলায় কম দামে ই-বই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/19/photo-1519014367.jpg)
পলাশ হাওলাদার। ঢাকা কলেজের বাংলা সাহিত্যের দ্বিতীয় বর্ষের ছাত্র। বইমেলার বর্ধমান হাউস প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। অন্যদের তুলনায় তাঁকে বেশি আনন্দিত মনে হলো। কথা বলে জানা গেল সেই আনন্দের কারণ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'ঘুণপোকা' তিনি কিনেছেন ৩৫ টাকায়। না, কোনো নকল বই বা পুরোনো বই নয়। পলাশ জানালেন, তিনি ই-বই কিনেছেন। বৈধ উপায়ে ও কম খরচে তিনি এখন শীর্ষেন্দুর এই বইটির মালিক।
বইমেলা মানেই যে শুধু স্টলে থরেথরে বই সাজানো থাকবে, তা নয়। কাগজের মুদ্রণে আকর্ষণীয় প্রচ্ছদে বাঁধাই করা বইয়ের বাইরেও অনলাইনে পিডিএফ, অ্যাপস এবং মোবি ভার্সনে বই পাওয়া যাচ্ছে মেলায়। অনলাইনে থাকা এই বইগুলোকে বলা হয় ইলেকট্রনিক বুক বা ই-বুক। বিষয়টি সাধারণের কাছে অতটা পরিচিত নয় বলে বইমেলায় পাঠক-দর্শককে একটু ভিন্নভাবে আকর্ষণ করছে ই-বুক স্টলগুলো। বড় এলইডি টিভি স্ক্রিন ও ট্যাবের মাধ্যমে তাঁরা চালাচ্ছেন ই-বুকের প্রচার।
প্রযুক্তির এই যুগে সকলেই এখন ব্যস্ত থাকেন স্মার্টফোনে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সময় কাটানো মানুষগুলোর যেন বই হাতে নিয়ে পাতা উল্টে দেখার সময় মেলে না। তাই বই পড়াকে সহজ, সাবলীল ও হাতের মুঠোয় করে দিতেই আগমন হয়েছে ই-বুকের। পাঠক চাইলেই তাঁর স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ বা তাঁর ডেস্কটপের মাধ্যমে পড়তে পারবেন এ বই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, 'আমি মনে করি, ই-বুক আমাদের বই পড়ার বাড়তি খোরাক মেটাবে। এর মাধ্যমে সময় ও অর্থ দুটোই বাঁচবে।'
রামপুরা থেকে আসা রাসেল আহমেদ বলেন, 'আমি প্রাইভেট কারের ড্রাইভার। আমি পড়তে ভালোবাসি। আমাকে বেশির ভাগ সময় গাড়িতে বসে থাকতে হয়, আমি বসে না থেকে মোবাইলে ই-বই পড়ি। প্রথম দিকে ফ্রি বইগুলো পড়েছি। এবারের বইমেলায় এসে পাঁচটা নতুন ই-বই কিনেছি।'
'সেই বই' স্টলের কমিউনিকেশন অফিসার প্রসেনজিৎ দেব বলেন, 'আমাদের অনেকটা সময় চলে যায় জ্যামে, তখন ই-বুক জ্যামের এই বিরক্তিকর সময় বেশ কাজে দেয়। পাঠকের সময় বাঁচতে এবং পড়ার উপকরণসামগ্রী সহজ, সাবলীল ও হাতের মুঠোয় করে দিতেই আমাদের এ আয়োজন।'
'বেঙ্গল ই-বই' স্টলের ব্র্যান্ড প্রমোটর মোহাম্মদ মিজানূর রহমান রিয়াদ বলেন, 'শুধু বইমেলায় নয়, পাঠক দেশের যেকোনো প্রান্তে অথবা বিদেশে বসেও নামমাত্র মূল্যে কিনতে পারবেন মূল্যবান বই। এ ছাড়া পাঠক আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে পাবেন অনেক বই। পাঠকে পড়ার আগ্রহ বাড়ানো এবং তাঁদের সময় বাঁচানো আমাদের লক্ষ্য।'
বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে বেশ কয়েকটি ই-বুকের স্টল রয়েছে। এগুলো হলো বইঘর, বেঙ্গল ই-বই, সেই বই। মেলায় আসা নতুন পাঠক ও তরুণ দর্শনার্থীরাই ভিড় বেশি এইসব স্টলে।