মেলা কথা
বইমেলায় পত্রিকা-ম্যাগাজিনের স্টল
বইমেলায় শুধু বইয়ের নয়, আছে শিল্পসাহিত্য, কার্টুন ও নানা বিষয়ভিত্তিক পত্রিকা, ম্যাগাজিন ও জার্নালের নানা ধরনের স্টল। বাংলা একাডেমি চত্বরে গেলেই আপনার চোখে পড়বে এ ধরনের স্টল। দেখবেন, মেলায় আসা পাঠকের কাছে তারা তাদের প্রকাশনা সম্পর্কে জানাচ্ছে এবং বিক্রি করছে বিভিন্ন সংখ্যা। অনেক পত্রিকা বা ম্যাগাজিন বিনামূল্যেও বিভিন্ন সংখ্যা দিচ্ছে পাঠকদের। এতে পাঠক যেমন আকৃষ্ট হয়, তেমনি পত্রিকার প্রচারও হয়।
এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় অনন্যা ম্যাগাজিন স্টলের সার্কুলেশন ম্যানেজার মোহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, 'আমরা আমাদের স্টল থেকে যতটুকু চেয়েছিলাম, তার থেকে অনেক বেশি ম্যাগাজিন বিক্রি হচ্ছে। অনেক স্টল আছে, ম্যাগাজিনের পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি করছে। আমাদের স্টলে শুধু ম্যাগাজিনই পাবেন, অন্য কোনো বই আমরা রাখি না।'
পদক্ষেপনিউজ ডটকম স্টলে দায়িত্বে থাকা শাহীন সুলতানা বলেন, “আমাদের প্রতিষ্ঠান থেকে 'বইমেলা প্রতিদিন' নামে একটা বুলেটিন বের করি এবং এটি আমরা পাঠকদের মাঝে বিনামূল্যে দিই। আমাদের স্টলে আসা দর্শনার্থীদের আমরা আমাদের পত্রিকা সম্পর্কে বোঝাই এবং কোনো জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে তার সমাধান দিই।”
মিরপুর থেকে আসা মোহাম্মদ শিপন সিকদার এনটিভি অনলাইনকে বলেন, 'মেলায় এসেছি অনেকক্ষণ। কেনাকাটা শেষে একটু ঘুরে দেখার উদ্দেশ্যে বাংলা একাডেমির প্রাঙ্গণে আসা। এখানে আমি একটি স্টলে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষায় পরিণত করার দাবিতে ভোট প্রদান করলাম। মেলার মধ্যে ভিন্নধর্মী এ স্টলগুলো আমার অনেক ভালো লেগেছে।'
বিক্রমপুর থেকে আসা সামিমা আক্তার বলেন, 'মেলায় এসে বই কিনলাম। ম্যাগাজিন না কিনলে কেনাকাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই দুটি ম্যাগাজিন নিয়ে নিলাম।'
মেলাতে বাংলা একাডেমির শিল্পসাহিত্য বিষয়ক পত্রিকা ‘উত্তরাধিকার’, ঐতিহ্যবাহী কার্টুন পত্রিকা ‘উন্মাদ’, সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’, ‘শব্দঘর’সহ আরো অনেক পত্রিকা ও ম্যাগাজিনের স্টলেই ক্রেতারা আসছেন, কিনছেন নিজেদের পছন্দের নানা সংখ্যা।