দেখি ছোট ছবি
পরিবারের গল্প ‘রিউইনিয়ন ডিনার’
‘রিইউনিয়ন ডিনার’ সিঙ্গাপুরে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য ছবি। ২০১১ সালে মুক্তি পাওয়া ছবিটি নির্মাণ করেছেন অ্যান্থনি চেন। মূলত সিঙ্গাপুরের কামপাং গ্রামের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সে সঙ্গে তুলে ধরা হয়েছে বর্ষবরণের চীনা রীতি এবং পারিবারিক সম্পর্ককে।
মাত্র ১৫ মিনিটের মধ্যে পরিচালক বেশ কয়েকটি দশকে একটি পরিবারের গল্প করেছেন। পরিবারটির চারটি প্রজন্মকে এই ছবিতে নিয়ে আসা হয়েছে। ছবিটি শুরু হয় ১৯৯০-এর দশকের গোড়ার দিকে একটি শিশুর নববর্ষ উদযাপনের দিন নিয়ে। যেখানে দেখা যায়, শিশুটির বাবা একজন নাপিত এবং বাসার কাছেই ছোট একটি জায়গায় সে তার কাজ করে; আলাদা কোনো সেলুন বা দোকান তার নেই। এ সময়ে ছেলেটির দাদি তাদের সঙ্গে থাকলেও পরবর্তী বছরগুলোতে তাকে আর দেখা যায়নি, অর্থাৎ তিনি মারা যান।
এর পরে দেখানো হয়েছে ছেলেটির কৈশোর। যেখানে তার বাবার একটি আলাদা দোকান রয়েছে। ছেলেটিও সেলুনের কাজে বাবাকে সাহায্য করে। তারা দুজনই বাসা থেকে সেলুন পর্যন্ত যাতায়াত করে ছোট একটি মোটরসাইকেলে। নববর্ষ পালন করতে ছেলেটির ছোট ভাই চলে আসে, যে সেনাবাহিনীতে প্রশিক্ষণে রয়েছে। এই পর্বে বাবা নববর্ষের উপহার হিসেবে ছেলেকে কিছু টাকা দেন এবং পুরোনো মোটরসাইকেলটি বাদ দিয়ে নতুন একটি মোটরসাইকেল কেনার পরামর্শ দেন।
তৃতীয় ধাপে দেখা যায়, কিশোর সেই ছেলেটি আজ নিজে চাকরি করছে এবং তার নিজেরও একটি ছেলে রয়েছে। এবার বাবা তাকে যেমন নববর্ষে উপহার দিচ্ছে, তেমনি সেও তার বাবাকে উপহার দিচ্ছে। আর এ সবকিছুই পরিবারটির কনিষ্ঠতম সদস্য খুব অবাক হয়ে বোঝার চেষ্টা করছে? অর্থাৎ সেও সেই রীতি বা প্রথার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আই কেও চু, জিন সেন গুয়ান, লিউইন লিন, জ্যাকব প্যাং, এ সেং।
দেখুন পুরো ছবিটি :