ইউডা চারুকলার ১৪ বছর পূর্তিতে চিত্র প্রদর্শনী
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) চারুকলা অনুষদের ১৪ বছর পূর্তি উপলক্ষে ইউডা চারুকলার সাবেক ও বর্তমান পাঁচ শতাধিক শিক্ষার্থী শিল্পীর প্রায় ৮০০ শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ৫ ও ৬ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী।
১৭ সেপ্টেম্বর ১৪ বছরে পদার্পণ করছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) চারুকলা অনুষদ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউডা চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।
তেলরং, জলরং, অ্যাক্রিলিক, পেনসিলসহ বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পকর্মে মনোরম প্রাকৃতিক দৃশ্য, গ্রাম থেকে শহর, ভাঙা নৌকা থেকে জাহাজ, কারো শিল্পকর্মে খেটে খাওয়া দিনমজুর, পাহাড়ি কিশোরীর চঞ্চলতা, কারো শিল্পকর্মে উঠে এসেছে গ্রামের সহজ-সরল রাখাল বালকের জীবনেও প্রযুক্তির যান্ত্রিকতা, রাষ্ট্র ও রাজনীতির ভালো-মন্দ বিভিন্ন দিক, এককথায় মূর্ত-বিমূর্ত রেখায় রংতুলির আঁচরে মানবজাতির যাপিত জীবনের নানা অনুষঙ্গই ফুটে তুলেছেন একেকজন শিল্পী একেক ভঙ্গিমায় তাঁদের শিল্পকর্মে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি ও স্থপতি রবিউল হুসাইন, কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, জাপানি শিল্পী মাসাও সেকিয়া প্রমুখ।
ইউডার প্রতিষ্ঠাতা মুজিব খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউডা চারুকলা বিভাগের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ। ধন্যবাদ জ্ঞাপন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক এম মোস্তাফিজুর রহমান।
নবীন শিল্পীদের প্রশংসা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘যাঁরা ছবি আঁকেন, তাঁদের আমি ঈর্ষা করি। কেননা, সৃজনশীল এসব কাজ ভালো লাগলেও তা আমি পারি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিল্পীরাই জাতিকে স্বপ্ন দেখান। তাঁদের স্বপ্ন, তাঁদের সৃজনশীল চিন্তাচেতনা আমাদের এগিয়ে নিয়ে যায়।’
প্রদর্শনীটি চলবে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।