এশিয়ার শ্রেষ্ঠ ১০০ চলচ্চিত্র
তালিকায় নেই কোনো বাংলাদেশি ছবি!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/06/photo-1444127592.jpg)
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসরে এশিয়া মহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ১০০টি ছবিকে সম্মানিত করা হচ্ছে। ‘এশিয়ান সিনেমা ১০০’ নামের একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে এশীয় চলচ্চিত্রের গৌরোবোজ্জ্বল ইতিহাসকে উদযাপন করা হচ্ছে। এই তালিকার শ্রেষ্ঠতম চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কিংবদন্তী জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজুর ‘নোরিকো ট্রিলজি’র শেষ ছবি ‘টোকিও স্টোরি’ (১৯৫৩)। সত্যজিৎ রায়ের ‘অপু ত্রয়ী’ (পথের পাঁচালি, অপরাজিত, অপুর সংসার) এ তালিকায় চলে এসেছে চতুর্থ স্থানে। তবে এই তালিকায় স্থান পায়নি কোনো বাংলাদেশি ছবি।
এশীয় ছবির অনন্য মর্যাদাকে তুলে ধরতে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এবং বুসান সিনেমা সেন্টারের যৌথ উদ্যোগে এই ‘এশিয়ান সিনেমা ১০০’ প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকা অবশ্য পাকাপাকি নয়, পাঁচ বছর পরপর এই তালিকাটি হালনাগাদ করার সিদ্ধান্ত হয়েছে।
এই প্রোজেক্টের জন্য বিভিন্ন দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট মহারথীরা আলোচনা, যুক্তি-তর্ক করেছেন। এঁদের মধ্যে ছিলেন জোনাথন রোজেনবাম, টনি রেনস, হাসুমি শিজেইকোর মতো চলচ্চিত্র সমালোচক; ছিলেন মোহসেন মাখমালবাফ, বং জুন-হো, আপিচাতপং বীরাসেথাকুলের মতো খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতারা। তাঁদের যৌথ নির্বাচন এবং সিদ্ধান্তের মাধ্যমেই চূড়ান্তভাবে ১০০টি ছবিকে তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকায় ‘টোকিও স্টোরি’র পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে আকিরা কুরোসাওয়ার মাস্টারপিস ‘রশোমন’ (১৯৫০)। কুরোসাওয়ার আরেক বিখ্যাত ছবি ‘সেভেন সামুরাই’ (১৯৫৪) রয়েছে ষষ্ঠ স্থানে। তবে এই ‘মুরুব্বি’ নির্মাতাদের পর পরই তিন নম্বরে চলে এসেছেন ওং কার ওয়াই, তাঁর বিখ্যাত ত্রয়ী ছবির দ্বিতীয় পর্ব ‘ইন দ্য মুড ফর লাভ’ (২০০০) দিয়ে। এরপরই টানা স্থান করে নিয়েছে সত্যজিৎ রায়ের ‘অপু ত্রয়ী’। চূড়ান্ত তালিকায় যৌথ অবস্থান-সংক্রান্ত কারণে শ্রেষ্ঠ ১০০ বলা হলেও মূলত এ তালিকায় রয়েছে মোট ১১৫টি ছবি।
‘এশিয়ান সিনেমা ১০০’ প্রোগ্রামের প্রথম ১০টি ছবি প্রদর্শিত হচ্ছে উৎসবে। তবে রি-মাস্টারিংয়ের কাজ চলতে থাকায় ‘ইন দ্য মুড ফর লাভ’-এর প্রদর্শনী আপাতত স্থগিত। এই সেরা চলচ্চিত্রগুলোর বিস্তারিত বিবরণ এবং রিভিউসমেত একটি বিশেষ বইও উৎসব চলাকালীন প্রকাশিত হবে।
এশিয়ার সেরা ছবির তালিকা
১. টোকিও স্টোরি (১৯৫৩)–ইয়াসুজিরো ওজু [জাপান]
২. রশোমন (১৯৫০)-আকিরা কুরোসাওয়া [জাপান]
৩. ইন দ্য মুড ফর লাভ (২০০০)- ওং কার ওয়াই [হংকং]
৪. অপু ত্রয়ী-সত্যজিৎ রায় [পথের পাঁচালি (১৯৫৫), অপরাজিত (১৯৫৭), অপুর সংসার (১৯৫৯) [ভারত]
৫. এ সিটি অব স্যাডনেস (১৯৮৯)- হৌ সিয়াও-সিয়েন [তাইওয়ান]
৬. সেভেন সামুরাই (১৯৫৪)- আকিরা কুরোসাওয়া [জাপান]
৭. এ ব্রাইট সামার ডে (১৯৯১)-এডওয়ার্ড ইয়াং [তাইওয়ান]
৮. স্প্রিং ইন আ স্মল টাউন (১৯৪৮)- ফেই মু [চীন]
৯. স্টিল লাইফ (২০০৬) শিয়া ঝ্যাং কে [চীন]
১০. দ্য হাউজমেইড (১৯৬০)- কিম কি-ইউং [কোরিয়া]
১১. ক্লোজআপ (১৯৯০)- আব্বাস কিয়ারোস্তামি [ইরান]
১২. এ ওয়ান অ্যান্ড এ টু (২০০০)-এডওয়ার্ড ইয়াং [চীন]
১৩. স্প্রিং, সামার, ফল, উইন্টার...অ্যান্ড স্প্রিং (২০০৩)- কিম কি দুক [কোরিয়া]
১৪. ওল্ডবয় (২০০৩)-পার্ক চ্যান-উক (২০০৩)- [কোরিয়া]
১৫. লেট স্প্রিং (১৯৪৯)- ইয়াসুজিরো ওজু [জাপান]
১৬. আ টেস্ট অব চেরি (১৯৯৮)- আব্বাস কিয়ারোস্তামি [ইরান]
১৭. আঙ্কল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস (২০১০)- আপিচাতপং বিরাসেথাকুল [থাইল্যান্ড]
১৮. উজেৎসু মনোগাতারি (১৯৫৩)-মিজোগুচি কেনজি [জাপান]
১৯. জলসাঘর (১৯৫৮)-সত্যজিৎ রায় [ভারত]
২০. মেঘে ঢাকা তারা (১৯৬০)- ঋত্বিক ঘটক [ভারত]
২১. হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হোম? (১৯৮৭)- আব্বাস কিয়ারোস্তামি [ইরান]
২২. রেইজ দ্য রেড ল্যান্টার্ন (১৯৯১)-ঝ্যাং ইমু [চীন]
২৩. সপিয়নজে (১৯৯৩)-ইম কুওন তেক [কোরিয়া]
২৪. ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন (২০০০)-অ্যাং লি [তাইওয়ান]
২৫. স্পিরিটেড অ্যাওয়ে (২০০১)-হায়ায়ো মিয়াজাকি [জাপান]
২৬. ট্রপিক্যাল ম্যালাডি (২০০৪)- আপিচাতপং বিরাসেথাকুল [থাইল্যান্ড]
২৭. মাদার (২০০৮)-বং জুন-হো [কোরিয়া]
২৮. পোয়েট্রি (২০১০)-লি চ্যাঙ ডঙ [কোরিয়া]
২৯. এ সেপারেশন (২০১১)- আসগার ফরহাদি [ইরান]
৩০. এ টাচ অফ জেন (১৯৬৯)-কিং হু [তাইওয়ান]
৩১. ম্যানিলা ইন দ্য ক্লজ অব লাইট (১৯৭৫)- লিনো ব্রোকা [ফিলিপাইন]
৩২. মান্দালা (১৯৮১)- ইম কুন তেক [কোরিয়া]
৩৩. আ মোমেন্ট অব ইনোসেন্স (১৯৯৬)- মোহসেন মাখমালবাফ [ইরান]
৩৪. হ্যাপি টুগেদার (১৯৯৭)- ওং কার ওয়াই [হঙকঙ]
৩৫. দ্য রিভার (১৯৯৭)-সাই মিঙ-লিয়াং [তাইওয়ান]
৩৬. ব্লিসফুলি ইয়োরস (২০০২)- আপিচাতপং বিরাসেথাকুল [থাইল্যান্ড]
৩৭. আওয়ারা (১৯৫১)- রাজ কাপুর [ভারত]
৩৮. ফ্লোটিং ক্লাউডস (১৯৫৫)- নারুসে মিকিউ [জাপান]
৩৯. পিয়াসা (১৯৫৭)- গুরুদত্ত [ভারত]
৪০. চারুলতা (১৯৬৪)- সত্যজিৎ রায় [ভারত]
৪১. দ্য কাউ (১৯৬৯)- দারিউস মেহেরজুই [ইরান]
৪২. রেড সারগাম (১৯৮৭)- ঝ্যাং ইমু [চীন]
৪৩. ডেইজ অব বিয়িং ওয়াইল্ড (১৯৯০)- ওং কার ওয়াই [হংকং]
৪৪. ফেয়ারওয়েল মাই কনকিউবিন (১৯৯৩)- চেন কেইগ [চীন]
৪৫. ভিব আমোর (১৯৯৪)- সাই মিং লিয়াং [তাইওয়ান]
৪৬. দ্য অ্যাডোপ্টেড সান (১৯৯৮)- আখতান আব্দিকালিকভ [িকরগিজস্তান]
৪৭. পিপারমিন্ট ক্যান্ডি (১৯৯৯)- লিং চ্যাং-ডঙ [কোরিয়া]
৪৮. আই ওয়াজ বর্ন বাট...(১৯৩২)- ইয়াসুজিরো ওজু [জাপান]
৪৯. দ্য স্টোরি অব দ্য লাস্ট ক্রিস্যানথিমামস (১৯৩৯)- মিজোগুচি কেনজি [জাপান]
৫০. ইকিরু (১৯৫২)- আকিরা কুরোসাওয়া [জাপান]
৫১. স্যানশো দ্য বেইলিফ (১৯৫৪)- মিজোগুচি কেনজি [জাপান]
৫২. দ্য হাউজ ইজ ব্ল্যাক (১৯৬৩)- ফরুখ ফরুখজাদ [ইরান]
৫৩. ওশ্যান ইন দ্য ডিউনস (১৯৬৪)- তেশিগাহারা হিরোশি [জাপান]
৫৪. স্ক্যাটারড ক্লাউডস (১৯৬৭)- দারুসে মিকিও [জাপান]
৫৫. ডটার ইন ল (১৯৭২)- খোদজাকতুলি নারলিয়েভ [তুর্কমেনিস্তান]
৫৬. দেরসু উজালা (১৯৭৫)- আকিরা কুরোসাওয়া [জাপান]
৫৭. ইন দ্য রেলম অব দ্য সেন্সেস (১৯৭৬)- নাগিসা ওশিমা [জাপান]
৫৮. এ টাইম টু লিভ অ্যান্ড এ টাইম টু ডাই (১৯৮৫)- হৌ সিয়াও-সিয়েন [তাইওয়ান]
৫৯. থ্রু দ্য অলিভ ট্রিজ (১৯৯৪)- আব্বাস কিয়ারোস্তামি [ইরান]
৬০. চিলড্রেন অব হেভেন (১৯৯৭)- মাজিদ মাজিদি [ইরান]
৬১. ওসামা (২০০৩)- সিদ্দিক বারমাক [আফগানিস্তান]
৬২. ওয়েস্ট অফ ট্র্যাকস (২০০৩)- ওয়াং বিং [চীন]
৬৩. প্যারাডাইজ নাউ (২০০৫)- হানি আবু আসাদ [ফিলিস্তিন]
৬৪. মুখসিন (২০০৬)- ইয়াসমিন আহমাদ [মালয়েশিয়া]
৬৫. সিক্রেট সানশাইন (২০০৭)- লি চ্যাঙ-ডং [কোরিয়া]
৬৬. দ্য গডেস (১৯৩৪)- উ ইয়ং অ্যাং [চীন]
৬৭. হিউম্যানিটি অ্যান্ড পেপার বেলুনস (১৯৩৭)- ইয়ামানাকা সাদাও [জাপান]
৬৮. স্ট্রিট অ্যাঞ্জেলস (১৯৩৭)- ইয়ান মুজাহি [চীন]
৬৯. দ্য লাইফ অব ওহারু (১৯৫২)- মিজোগুচি কেনযি [জাপান]
৭০. মাদার ইন্ডিয়া (১৯৫৭)- মেহবুব খান [ভারত]
৭১. ফ্লোটিং উইডস (১৯৫৮)- ইয়াসুজিরো ওজু [জাপান]
৭২. গুড মর্নিং (১৯৫৯)- ইয়াসুজিরো ওজু [জাপান]
৭৩. কাগজ কি ফুল (১৯৫৯)- গুরু দত্ত [ভারত]
৭৪. দ্য ন্যাকেড আইল্যান্ড (১৯৬০)- শিনদো কানেতো [জাপান]
৭৫. ইনটেনশনস অব মার্ডার (১৯৬৪)- ইমামুরা শোহেই [জাপান]
৭৬. দ্য ম্যান ভ্যানিশেস(১৯৬৭)- ইমামুরা শোহেই [জাপান]
৭৭. হলিডে (১৯৬৮)- লি ম্যান-হি [কোরিয়া]
৭৮. দ্য ক্রুয়েল সি (১৯৭২)- খালেদ আল সিদ্দিক [কুয়েত]
৭৯. ইনসিয়াং (১৯৭৬)- লিনো ব্রোকা [ফিলিপাইন]
৮০. ভেনজিয়েন্স ইজ মাইন (১৯৭৯)- ইমামুরা শোহেই [জাপান]
৮১. ব্যাচ ’৮১ (১৯৮২)- মাইক দে লিওন [ফিলিপাইন]
৮২. তাইপে স্টোরি (১৯৮৪)- এডওয়ার্ড ইয়াং [তাইওয়ান]
৮৩. দ্য রানার (১৯৮৫)- আমির নাদেরি [ইরান]
৮৪. মাই নেইবার তোতোরো (১৯৮৮)- হায়ায়ো মিয়াজাকি [জাপান]
৮৫. জু দৌ (১৯৯০)- ঝ্যাং ইমু [চীন]
৮৬. লাইফ অ্যান্ড নাথিং মোর (১৯৯২)- আব্বাস কিয়ারোস্তামি [ইরান]
৮৭. দ্য পাপেট মাস্টার (১৯৯৩)- হৌ সিয়াও-সিয়েন [তাইওয়ান]
৮৮. চুংকিং এক্সপ্রেস (১৯৯৪)- ওং কার ওয়াই [হঙকঙ]
৮৯. দ্য সেন্ট অব গ্রিন পাপায়া (১৯৯৪)- ত্র্যান আং হাঙ[ভিয়েতনাম, ফ্রান্স]
৯০. গাব্বেহ (১৯৯৫)- মোহসেন মাখমালবাফ [ইরান]
৯১. দ্য হোয়াইট বেলুন (১৯৯৫)- জাফর পানাহি [ইরান]
৯২. দ্য ডে আ পিগ ফেল ইনটু দ্য ওয়েল (১৯৯৬)-হং সাংসু [কোরিয়া]
৯৩. হানা-বি (১৯৯৭)- কিতানো তাকেশি [জাপান]
৯৪. ফ্লাওয়ারস অব সাংহাই (১৯৯৮)- হৌ সিয়াও-সিয়েন [তাইওয়ান]
৯৫. চুংহিয়াং (১৯৯৯)- ইম কুন তেক [কোরিয়া]
৯৬. দ্য কালার অব প্যারাডাইজ (১৯৯৯)- মাজিদ মাজিদি [ইরান]
৯৭. দ্য পোয়েট (১৯৯৯)- গারিন নাগরোহো [ইরান]
৯৮. ব্ল্যাকবোর্ডস (২০০০)- সামিরা মাখমালবাফ [ইরান]
৯৯. দ্য সার্কেল (২০০০)- জাফর পানাহি [ইরান]
১০০. দ্য ডে আই বিকেম আ ওম্যান (২০০০)- মার্জেই মাশকিনি [ইরান]
১০১. ডেভিলস অন দ্য ডোরস্টেপ (২০০০)- জিয়াং ওয়েন [চীন]
১০২. প্ল্যাটফর্ম (২০০০)- শিয়া ঝ্যাং কে [চীন]
১০৩. কান্দাহার (২০০১)- মোহসেন মাখমালবাফ [ইরান]
১০৪. সিম্প্যাথি ফর মিস্টার ভেনজিয়্যান্স (২০০২)-পার্ক চ্যান উক [কোরিয়া]
১০৫. দ্য উইন্ড উইল ক্যারি আস (২০০২)- আব্বাস কিয়ারোস্তামি [ইরান]
১০৬. মেমরিজ অব মার্ডার (২০০৩)- বং জুন-হো [কোরিয়া]
১০৭. দ্য ওয়ার্ল্ড (২০০৪)- শিয়া ঝ্যাং কে [চীন]
১০৮. ব্রাইট ফিউচার (২০০৪)- কিয়োশি কুরোসাওয়া [জাপান]
১০৯. দ্য হোস্ট (২০০৬)- বং জুন হো [কোরিয়া]
১১০. মেলাংকোলিয়া (২০০৮)- লাভ দিয়াজ [ফিলিপাইন]
১১১. ওয়াজদাহ (২০১২)- হাইফা আল মনসুর [সৌদি আরব]
১১২. ইলো ইলো (২০১৩)- অ্যান্থনি চেন [সিঙ্গাপুর]
১১৩. দ্য ওউনার্স (২০১৪)- আদিলখান ইয়ারজানোভ [কাজাকিস্তান]