অনিমেষ আইচের ‘অপরিচিত দুপুর’
নির্মাতা অনিমেষ আইচ লেখালেখি করেও পেয়েছেন জনপ্রিয়তা। এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস ‘অপরিচিত দুপুর’।
বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি । মূল্য ১২০ টাকা। বইটির গ্রন্থস্বত্ব অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে দিয়েছেন অনিমেষ আইচ।
‘অপরিচিত দুপুর’ সম্পর্কে অনিমেষ আইচ বলেন, ‘বইমেলা যখন প্রায় শেষ, তখন এলো আমার দ্বিতীয় উপন্যাস। তাম্রলিপির ১৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। যদিও এমন কোনো বিরাট মাপের সাহিত্যিক আমি না, তবুও এই ক্ষুদ্র প্রয়াস।’
অনিমেষ আইচের প্রথম উপন্যাস ‘শহরের বারে একদল মাতাল’ প্রকাশ হয়েছিল গত বছর।