Beta

পিয়াস মজিদের একগুচ্ছ কবিতা

২৩ মার্চ ২০১৯, ১০:২৫

পিয়াস মজিদ

তাই হোক

 

 

আমার সব

বাসনার

বলি হোক,

তোমার

পেতে দেয়া

গোলাপি

গিলোটিনে।

 

 

অফিস আওয়ার

 

একটা

নদী

তার

অরণ্যের

কাছে

ঝুঁকতে

গেলে,

মিটিঙের

বাঘ

এসে

খেয়ে

ফেলতে

চাইছে

তাকে।

 

 

খরা ও তরঙ্গ

 

জল

চাই

জল।

তৃষ্ণার কালে

খুলে দেবে তো

তোমার

রুদ্ধ

মায়া-নহর?

 

 

অতঃপর

 

১.

দেখা হলো

জীবনের

অমাবস্যা-চত্বরে,

তারার মতো

তোমার সাথে।

 

২.

প্রতিটি

অভ্যর্থনায়

আছে

বিদায়ের

গন্ধ।

 

 

 

কোথায় কোথায়

 

নিদ্রাহীন রাতের ভেলায়

ডাকছি তোমাকে

ও আমার বেঁচে থাকার

অবিকল্প জল,

তুমি কি নিরুদ্দেশ

কোনো অলীক ডাঙায়?

 

 

বেঁচে থাকার বসন্তবাগান

 

(আমি শুধুই শব্দ,/ নিজের ভেঙে যাওয়ার -মির্জা গালিব)

 

আমার ভেঙে যাওয়ার

শীতার্ত শব্দগন্ধে

তুমি খুব ঘুরে বেড়াও

তোমার

বেঁচে

থাকার

বসন্তবাগানে।

Advertisement