‘গল্পকার’-এর বিজয় সংখ্যা
এখন বিজয়ের মাস। হালকা শীতের গৌরবদীপ্ত এই মাসে চলছে নানা আয়োজন। সাহিত্যবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’ প্রকাশ করেছে বিশেষ ‘বিজয় সংখ্যা’। পেপারব্যাক পত্রিকাটির এবারের সংখ্যার প্রচ্ছদে লাল-সবুজ জমিনের মাঝে ফুটে উঠেছে বাংলাদেশের মানচিত্র।
‘গল্পকার’ পত্রিকাটি এই সংখ্যার সাথে সাথেই পার করে ফেলল একটি বছর। পত্রিকাটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এ দেশের বরেণ্য দুই সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সোহেল আশরাফ। সমন্বয়কের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মনির উদ্দীন। প্রধান পৃষ্ঠপোষক তাসমিমা হোসেন। পত্রিকাটির সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।
মূলত সাহিত্যবিষয়ক পত্রিকা হলেও গল্পের পাশাপাশি এতে সাহিত্যসংক্রান্ত প্রবন্ধ, সমসাময়িক বিষয় এবং বিভিন্ন খবরাদিও কিছু অংশে থাকে। এবারের সংখ্যায় মুক্তিযুদ্ধবিষয়ক বেশ কয়েকটি গল্প রয়েছে। সেই সাথে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধের প্রভাববিষয়ক প্রবন্ধ রয়েছে, যা দেশীয় পরিধি ছাড়িয়ে পৌঁছেছে আন্তর্জাতিক গণ্ডিতেও। গল্প লিখেছেন সেলিনা হোসেন, স্মৃতিচারণা করেছেন হাসান আজিজুল হক। মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে লিখেছেন সরদার আতিক। মুক্তিযুদ্ধ বিষয়ে চলচ্চিত্র, উপন্যাস, গান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েও রয়েছে কয়েকটি প্রয়োজনীয় লেখা। সবশেষে রয়েছে কয়েকজন মুক্তিযোদ্ধার লেখা চিঠি।
এই সংখ্যায় রয়েছে শওকত ওসমান, হাসান আজিজুল হক, রাবেয়া খাতুন, আবদুন নুর, রানা জামান, প্রশান্ত মৃধা, মনি হায়দার, বিধান রিবেরু, মুহাম্মদ মহিউদ্দিন, সারাহ বানু শুচি, সতীশ চন্দ্র সরকারের বিভিন্ন বিষয়ে লেখা। লেখাগুলোর সাথে স্বল্প পরিসরেই বিভিন্ন ছবি ও অলংকরণের বিষয়ানুগ সংযোজন প্রশংসা পাওয়ার জোর দাবি রাখে। বানান এবং ফন্ট সংক্রান্ত কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে বটে, তবে সেগুলো দৃষ্টিকটু পর্যায়ে যায়নি।
সাহিত্যচর্চাকে ধরে রাখার জন্য যেমন প্রয়োজন মুক্তচিন্তা চর্চার সুযোগ, তেমনি দরকার একে তুলে ধরার জন্য উপযুক্ত কিছু প্ল্যাটফর্ম। এ জন্য সাহিত্য পত্রিকার বিকল্প নেই। সাহিত্য পত্রিকা হিসেবে বছরপূর্তিতে প্রশংসা পাওয়ার দাবি রাখে ‘গল্পকার’। এ রকম আরো উদ্যোগ নিঃসন্দেহে ভবিষ্যতের মেধাবী গল্পকারদের খুঁজে নিয়ে আসবে মূলধারার সাহিত্য মঞ্চে।
ঢাকার বিভিন্ন বইয়ের দোকান ও পত্রিকার স্টল ছাড়াও সারা দেশের বিভিন্ন জেলাতেও নির্দিষ্ট কিছু বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে ‘গল্পকার’। ২০০ পাতার এই পত্রিকাটির খুচরা মূল্য মাত্র ৩৫ টাকা।