সাদাত হাসান মান্টোকে নিয়ে ‘সীমানা পেরিয়ে’
১৯৪৭ সালে ভারতভাগের বেদনা যাঁর ছোট গল্পে তীব্রভাবে ধরা দিয়েছে তাঁর নাম সাদাত হাসান মান্টো। গত ১৮ জানুয়ারি ছিল এই বিখ্যাত লেখকের ৬১তম প্রয়াণ দিবস। দিনটিকে স্মরণ করে আহমদ ছফা রাষ্ট্রসভা আজ ২৩ জানুয়ারি, শনিবার ‘সীমানা পেরিয়ে’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করেছে। এটি বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আহমদ ছফা রাষ্ট্রসভা ছাড়াও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এশীয় শিল্প ও সংস্কৃতি সভা।
সভায় সাদাত হাসান মান্টোর সাহিত্যসৃষ্টি এবং তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন সরদার আবদুস সাত্তার, সলিমুল্লাহ খান, জাভেদ হোসেন, সামসুদ্দোজা সাজেন, তাহমিদ জামি ও মেহেদী হাসান।
সাদত হাসান মান্টো জন্মগ্রহণ করেন ১৯১২ সালের ১১ মে ভারতের পাঞ্জাব লুবিয়ানার পাপরউদি গ্রামে। তাঁর বিখ্যাত গল্পের মধ্যে রয়েছে বু, তোবা টেক সিং, তামাশা, ঠাণ্ডা গোস্ত প্রভৃতি। বেতার লিপি লেখক ও সাংবাদিক সাদাত হাসান মান্টোর অকাল প্রয়াণ ঘটে ১৯৫৫ সালের ১৮ জানুয়ারি। এ সময় তিনি পাকিস্তানের লাহারে অবস্থান করছিলেন।