শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ইউনিসেফ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সংস্কৃতিবান, চলচ্চিত্রমনস্ক, সচেতন ও অধিকার বোধসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ১২-১৮ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন শুরু হচ্ছে।
চারদিনব্যাপী কর্মশালার অধীনে বাংলাদেশের নির্ধারিত ২০টি জেলার প্রতিটিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ২০ জন ছেলেমেয়ে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে ১০টি এক মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবে।
এ উদ্যোগের অংশ হিসেবে প্রথমত ঢাকায় কেন্দ্রীয়ভাবে ৪০ জনকে নিয়ে আটদিনব্যাপী ‘চলচ্চিত্র প্রশিক্ষক প্রশিক্ষণ’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হচ্ছে।
কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। এ কর্মশালা থেকে বাছাইকৃত প্রশিক্ষকবৃন্দ এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করার জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। এ ছাড়া সফলভাবে প্রশিক্ষণ সম্পপন্নকারীদের সার্টিফিকেটও প্রদান করা হবে।
চলচ্চিত্র প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার স্থান হলো শাহবাগে আজিজ সুপার মার্কেটে বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তন, কক্ষ নং-১০৮ (৩য় তলা)। প্রশিক্ষণ চলবে ১৮ মার্চ - ২৫ মার্চ পর্যন্ত। অংশগ্রহণের যোগ্যতার ক্ষেত্রে -
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
কারিগরি অভিজ্ঞতা : মুভি ক্যামেরা চালনা ও প্রিমিয়ার প্রো/ ইডিয়াস-এ সম্পাদনা করা (উভয়টি/ যে কোনো একটি) এবং অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে প্রত্যক্ষ কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
অংশগ্রহণের নিয়মাবলি হলো যোগ্য অংশগ্রহণকারীকে আবেদনপত্র পূরণপূর্বক এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে :
১। স্নাতক সার্টিফিকেট অথবা বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট-এ
অধ্যয়নের প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি,
২। এক কপি ছবি
৩। আবেদনপত্রে উল্লেখিত প্রত্যক্ষ কাজের এক বা একাধিক নমুনা।
আবেদনপত্র ও কাজের নমুনা পাঠানোর ঠিকানা (নিম্নোক্ত আবেদনপত্র পূরণ করে/সরাসরি/ডাকযোগে/ইমেইলে) :
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, কক্ষ নং-১০৮ (৩য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।
অথবা bsff.1min@gmail.com এই ইমেইল ঠিকানায়।
আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ মার্চ, ২০১৬। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ (প্রয়োজনে) : ০১৭৪ ৫৩৯৪৯৬০।