জলবায়ু পরিবর্তনের কথা নিয়ে ‘সুখের বৃষ্টি’
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তনে ১৬ মার্চ, বুধবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ইসাবেলা আতুনেস-এর তথ্যচিত্র ‘সুখের বৃষ্টি’।
ইসাবেলা আতুনেস একজন ফরাসি, যিনি এই তথ্যচিত্র নির্মাণ করেছেন বাংলাদেশ নিয়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ছবিটির বিষয়। ফ্রান্সের প্যারিসে ডিসেম্বর মাসে হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘ইউএন সিওপ ২১’-এ ছবিটির প্রদর্শনী হয়েছিল।
ছবিটির শুটিং হয়েছে দাউদকান্দিতে। এখানকার নিচু ধানিজমিগুলো বর্ষায় ডুবে যায়। চীন, নেপাল, ভুটান আর ভারতের নদী-খালগুলো থেকে আসে এসব পানি; আর উপচে ওঠে বাংলাদেশ। তাই বলে দিশেহারা হয় না বাংলাদেশের মানুষ। তারা ওই সময়কালে নিচু জমিগুলোয় মাছ চাষ করেন। বাংলাদেশ তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব সামলানোর মডেল হিসেবে কাজ করতে পারে।
শিশুক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক এস এম মোরশেদ, তিনিই চিন্তাটি দিয়েছিলেন ইসাবেলাকে। তিনি স্থানীয় লোকজনকে বহুমাত্রিক উৎপাদনে উৎসাহী করেন এবং সমবায় ভিত্তিতে মৎস্য খামার গড়ে তোলার পরামর্শ দেন।
কাজটি এস এম মোরশেদ করে চলেছেন ১৫ বছর ধরে। অনেক গ্রামের মানুষকে তিনি দলবদ্ধ হতে উৎসাহিত করেছেন। তাঁর এবং আরো অনেক মানুষের ওই সব দিনের স্বপ্নের ফলাফলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার দ্বারপ্রান্তে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা সমালোচনা সয়ে বাংলাদেশ এখন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। ইসাবেলা এটিই দেখিয়েছেন তাঁর ছবিতে।
ইসাবেলার জন্ম ফ্রান্সে কিন্তু বড় হয়েছেন অস্ট্রেলিয়ায়। কাজ করেছেন অনেক দেশে। তিনি বতসোয়ানা, আইভরি কোস্ট, মরক্কো ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান, পাকিস্তানসহ আরো কিছু দেশে কাজ করেছেন। তথ্যচিত্রটি প্রদর্শনীর সময় ড. ইসাবেলা আতুনেস উপস্থিত থাকবেন।