স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য স্যুজ’-এর প্রথম প্রদর্শনী ২৪ মার্চ
তরুণ লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য স্যুজ’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল ২৪ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রে।
প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। এর আগে ‘বোধ’ ও ‘ফেরা’ নামে আরো দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সাদাত।
যার মধ্যে ‘বোধ’ ছবিটির জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নেন এই তরুণ নির্মাতা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রদর্শনীটি শুরু হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত একটি অডিও ভিজ্যুয়াল এবং সাদাত হোসাইনের লেখা ‘বাংলাদেশ’ শিরোনামে একটি গানও প্রথমবারের মতো এই অনুষ্ঠানে শুনতে পাবেন শ্রোতারা।
অনুষ্ঠানে গানের শিল্পী লুৎফর হাসান, নিশিতা বড়ুয়া, শান, লতা, নির্ঝর, নাওমিসহ উপস্থিত থাকবেন আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
‘দ্য স্যুজ’ ২০ মিনিট দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহালনবিশ এবং শিশুশিল্পী আপন। প্রযোজনা করেছেন জাহিদুল আমিন ও আফরিনা তানজিন।