নির্মিত হচ্ছে পৃথিবীর প্রথম পেইন্টিং সিনেমা
সিনেমার ইতিহাসে শুরুর দিকে ছবি তুলে তুলে সেগুলোকে প্রোজেক্টরে দ্রুতগতিতে দেখানোর কায়দায় দেখানো হতো গতিমান চিত্র। সেই সময় এখন ইতিহাসের পাতার সোনালি অতীত। তবে ব্রিটিশ সিনেমা বানানেওয়ালা কোম্পানি ব্রেক থ্রু ফিল্মসের অভিনব আয়োজন যেন সেই শতবর্ষের প্রাচীনত্বকে নতুন আঙ্গিকে স্মরণ করিয়ে দিচ্ছে। ‘লাভিং ভিনসেন্ট’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছে তারা, যার পুরো ইমেজই তৈরি করা হয়েছে অজস্র পেইন্টিংকে গতিশীল করার মাধ্যমে।
বিবিসির খবরে জানা গেল, ১০০ জন চিত্রশিল্পী এই প্রোজেক্টের জন্য হাতে তুলে নিয়েছেন রংতুলি-পেইন্টব্রাশ। পুরো ছবির জন্য প্রয়োজন হবে মোট ৫৬ হাজার হাতে আঁকা পেইন্টিং! এগুলো আঁকা হবে বিখ্যাত ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের বিভিন্ন চিত্রকর্ম এবং তাঁর জীবনের বিভিন্ন ঘটনার সূত্রতা-সঙ্গতের ওপর ভর করে। এ ছাড়া ভ্যান গঘের ছবিতে সৃষ্টি হওয়া বিভিন্ন ক্যারেক্টারের সাথে কাল্পনিক সাক্ষাৎকারের গল্পও যুক্ত হবে এই ‘হাতে আঁকা’ সিনেমায়। সেই হিসেবে ছবিটিকে অনেকটা বায়োপিক ঘরানার বললে ভুল হয় না।
অস্কার জয়ী ফিল্ম প্রোডাকশন হাউস ব্রেক থ্রু ফিল্মস তাদের এই দুনিয়া কাঁপানো প্রোজেক্টের কাজ শুরু করেছে ২০১৪ সাল থেকে। কয়েকদিন আগেই তারা সিনেমাটির ট্রেলার মুক্তি দিয়েছে। আগেই বলা হয়েছে, ৫৬ হাজার হাতে আঁকা পেইন্টিংয়ের দরকার পড়বে এই সিনেমার জন্য। কাজেই মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি, কে জানে আর কত সময় লাগবে!
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরোটা কোবিয়েলা এবং হিউ ওয়েলচম্যান। চরিত্র রুপায়ণে কাজ করেছেন এইডেন টার্নার, সওরিস রোনান এবং হেলেন ম্যাকরোরি।
‘লাভিং ভিনসেন্ট’ ছবিটির ট্রেলার