কৃষ্ণার ‘যাতনা যাপন’
শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের ‘যাতনা যাপন’ শিরোনামে একক চিত্রকর্ম প্রদর্শনী। ১৪ মার্চ প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৫৫টি চিত্রকর্ম।
স্বর্গলোকের আশায় নরলোকের কর্মকাণ্ড শিল্পীর চৈতন্য দগ্ধ করে চলেছে। সে দাহন বিষাদই শিল্পী কাগজ-কলম-পেনসিলে, রং-তুলি-ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। শিল্পীর চেতনায় মানুষ ও বস্তু দুই-ই তাই বৈচিত্র্যমণ্ডিত। কোথাও তাঁর ছবি মার্জিত, আবার কোথাও নির্লিপ্ত, কখনো বা তা স্মৃতির যন্ত্রণায় হয়ে ওঠে চড়া সুর। সে সুরে যুগ যুগ ধরে বহমান নারী ও বঞ্চিতের আর্তনাদ উপলব্ধি করা যেতে পারে। যাপিত জীবনের ক্ষোভ ও যাতনা, রঙিন প্রকৃতি এবং জীবনের প্রদাহ খুব চমৎকারভাবে উঠে এসেছে শিল্পীর চিত্রকর্মে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও শিল্পী নির্মলেন্দু গুণ এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রদর্শনীটি ২৮ মার্চ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।