আলিয়ঁস ফ্রঁসেজে সাম্প্রদায়িকতাবিরোধী আলোকচিত্র প্রদর্শনী

AMRA (Alliance for Mitigating Racism Altogether) নামে সাম্প্রদায়িকতাবিরোধী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের দুই বছর পূর্তিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং ২১ মার্চ International Day for Elimination of Racism উপলক্ষে ২০ মার্চ আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে উদ্বোধন হয় ‘ইন দ্য নেম অফ...’ শিরোনামে এক আলোকচিত্র প্রদর্শনীর। গত দুই বছরে সারা দেশ ঘুরে ‘AMRA’ সদস্যদের তোলা ৩৬টি ছবি নিয়ে এ আয়োজন। সংগঠনটি যাত্রা শুরু করে ২০১৩ সালের ৩ মার্চ। এর পর থেকে দেশব্যাপী এর সদস্যরা আর্থিক, মানসিক এবং নৈতিকভাবে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
২০ মার্চ-২০১৫ বিকেল ৫টায় দিয়া জ্বালিয়ে প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সনজীদা খাতুন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা পরিচালক আক্কু চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, ‘আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখিনি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ! আমার এটা ভেবে ভালো লাগছে যে আমাদের নতুন প্রজন্ম এই চিন্তা নিজেদের মধ্যে ধারণ করছে। আমি তাদের সাবধান করে দিতে চাই, যেন তারা কে তাদের ‘শত্রু’ এবং কে ‘বন্ধু’, তা চিনে নিতে পারে।’
“এটি একটি অভাবনীয় উদ্যোগ, আমি ‘আমরা’র কাছে কৃতজ্ঞ! কিন্তু এটা খুবই দুঃখজনক যে স্বাধীনতাযুদ্ধের ৪৩ বছর পরও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। এখনই সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তোলার।” আক্কু চৌধুরী এভাবেই সবার প্রতি আহ্বান জানান।
‘আমরা’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন অনুপম দেব কানুনজ্ঞ বলেন, ‘আমরা এটাই প্রতিষ্ঠিত করতে চাই যে কেবল সাম্প্রদায়িক সহিংসতাই নয়, বরং সাম্প্রদায়িক চিন্তাভাবনাও আমাদের দেশের জন্য একটি ব্যাধির মতো।’
এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে সায়ন্তনী তৃষা, অনুপম দেব কানুনজ্ঞ, ইমতিয়াজ হাসান ইমন, প্রবীর সরকার বিধান ও মুনরবি অমিয়র তোলা ছবি। তাঁরা সবাই ‘আমরা’র সদস্য। প্রদর্শনী কিউরেশনের দায়িত্বে ছিলেন নোমানী আল-হাসিব।
সপ্তাহব্যাপী প্রদর্শনীটি চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রদর্শনী রোববার ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।