ভুটানে ‘গ্যালারি কায়া’র আর্ট ক্যাম্প
দেশের স্বনামখ্যাত চিত্র প্রদর্শনালয় ‘গ্যালারি কায়া’। রাজধানীর উত্তরায় অবস্থিত এই গ্যালারি যাত্রা শুরুর পর থেকেই দেশের নবীন ও প্রবীণ চিত্রশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় আয়োজন করে আসছে আর্ট ক্যাম্প। সেই ধারাবাহিকতায় গ্যালারি কায়া এবার দ্বিতীয়বারের মতো ভুটানের রাজধানী থিম্পুতে দেশের শিল্পীদের নিয়ে আয়োজন করেছে আরো একটি সাত দিনের আর্ট ক্যাম্প।
দেশের অপেক্ষাকৃত তরুণ শিল্পী ও কয়েকজন প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই আর্ট ক্যাম্প। ভুটানের মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্য থেকে ছবি আঁকার নতুন উপকরণ সংগ্রহ ও শিল্পকর্ম সৃষ্টির এই আর্ট ক্যাম্প চলবে আগামী বুধবার পর্যন্ত।
এ বিষয়ে গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী জানান, ‘এই আর্ট ক্যাম্পে বাংলাদেশের তরুণ শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়েছে। আছেন বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পীও। আমাদের শিল্পীরা এই নতুন পরিবেশে নিশ্চয়ই তাঁদের ক্যানভাসে আকর্ষণীয় কিছু ফুটিয়ে তুলবেন, এটাই প্রত্যাশা।’
ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা জানান, ভুটানের প্রকৃতি যে কাউকে আকর্ষণ করে। এখানকার মানুষও খুব ধীর ও স্থির। আর ভুটানের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর শান্ত প্রকৃতি, যা বলে বোঝানো যাবে না। ভুটানের মানুষ, প্রকৃতি ও পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। ভুটানের আকর্ষণীয় শান্ত প্রকৃতি, ধীরস্থির মানুষ আমাদের শিল্পকর্ম সৃজনে অনন্য উপাদান জোগাচ্ছে।
আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা হলেন—জামাল আহমেদ, রণজিৎ দাস, তরুণ ঘোষ, আশরাফুল হাসান, নগরবাসী বর্মণ, আনিসুজ্জামান, শাফিন ওমর, কামাল উদ্দিন, শেখ মো. রোকনুজ্জামান, সোহাগ পারভেজ, রুহুল আমিন তারেক, শাহনুর মামুন ও শিল্পী গৌতম চক্রবর্তী।
প্রসঙ্গত, গ্যালারি কায়ার আয়োজনে ভুটানে প্রথম আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে।