ইঁদুরের দঙ্গল, সাবধানে হাঁটছেন সবাই
তখনো উদ্বোধনী আনুষ্ঠানিকতা বাকি কিন্তু গ্যালারিতে প্রবেশের অপেক্ষা যেন আর সইছে না দর্শনার্থীদের। কেউ কেউ একটু পরপরই উঁকি দিচ্ছেন প্রবেশ পথ দিয়ে। উদ্বোধনের আগে এত তাড়া, কিন্তু উদ্বোধনের পর গ্যালারিতে ঢুকতে সবাই যেন একটু হোঁচট খাচ্ছে আর খুব সাবধানে পা ফেলছে। এমনকি স্বয়ং মন্ত্রীও খুব সাবধানে হাঁটছেন! গ্যালারিজুড়ে যে কামরুজ্জামানের হাজার হাজার পোড়ামাটির ইঁদুর ঘুরে বেড়াচ্ছে- তো সাবধানে পা তো ফেলতেই হবে!
অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘রুটেট ইন সয়েল’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের একক শিল্পকর্ম প্রদর্শনী।
মানুষের আত্মকেন্দ্রিকতা পৃথিবীকে ঠেলে দিয়েছে ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে। আমরা লোভে ডুবে আছি – এমন স্বার্থপর লোভ যা সব খেয়ে ফেলতে চায় - বন, পশুপাখি, সাগর, বাতাস এমনকি নিজেদেরও। আমাদের কল্পিত নিরাপত্তা ও শান্তির ঠুনকো দেয়াল ভেঙে খুব শিগগিরই এই লোভ আমাদেরও খেয়ে নেবে। এমনটাই মনে করেন শিল্পী কামরুজ্জামান।
এই প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী বলতে চান— ‘অর্গানিক’ এখনকার পৃথিবীতে একটি চটকদার নাম। আমরা প্রকৃতিকে নিজেদের বচ্ছেমতো ব্যবহার করে তাকে করে তুলেছি দূষিত এবং বিষাক্ত। নিরাপদ বাতাস, নিরাপদ পানি এবং নিরাপদ খাবার এখন দুর্লভ হয়ে উঠেছে। মানুষ হয়ে উঠেছে প্রকৃতির সবচেয়ে বড় শত্রু।
ঠাকুরগাঁওয়ের মোলানি পাড়ায় এক সাঁওতাল গ্রামে এই প্রজেক্টটি শুরু হয়েছিল এই বছরের শুরুতে। কামরুজ্জামান স্বাধীনের ছোটবেলা কেটেছে ঠাকুরগাঁওয়ে, সেই সূত্রে ছোটবেলা থেকেই এই সাঁওতালদের সাথে শিল্পীর সখ্য। তাদের জীবনধারার পরিবর্তনগুলো শিল্পী দেখেছেন, কীভাবে ধীরে ধীরে শিকার ছেড়ে আধুনিক কৃষিকাজ তাদের প্রধান জীবিকা হয়ে উঠল। তাদের জীবনধারার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে তাদের চারপাশ, হাইব্রিড ফসল আর কীটনাশকের অতিরিক্ত ব্যবহার তাড়িয়ে দিয়েছে শিয়াল, পেঁচা, ঈগল ও আরো অনেক প্রাণী যারা এই অঞ্চলের প্রাণের ভারসাম্য রক্ষার জন্য ছিল গুরুত্বপূর্ণ। যে ইঁদুর সাঁওতালরা আগে শিকার করত, আজ সেই ইঁদুর দখল করে নিয়েছে তাদের মাটির ঘরবাড়ি।
এই প্রজেক্টের অংশ হিসেবে শিল্পী কামরুজ্জামান স্বাধীন কমিউনিটির মানুষদের সঙ্গে নিয়ে কয়েক হাজার মাটির তৈরি ইঁদুর বানিয়েছেন।
এই প্রদর্শনীতে একটি সিরিজের কাজ আছে, যেই সিরিজের মূলভাবনা হলো মানুষের সাথে প্রকৃতির জটিল সম্পর্ক। প্রদর্শনীতে স্থান পেয়েছে হাজার হাজার পোড়ামাটির ইঁদুর নিয়ে একটি ইন্সটলেশন। এ ছাড়া শত শত তীর নিয়ে একটি ভিডিও ইন্সটলেশন এবং কিছু পেইন্টিং প্রদর্শিত হচ্ছে- যা চিত্রায়িত হয়েছে সাঁওতালদের ঘর লেপার শৈলীতে।
গতকাল বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও সমালোচক মোস্তফা জামান, ফারুক হাসান প্রমুখ।
প্রদর্শনীটি চলবে ২ সেপ্টেম্বর। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।