স্বপ্নদলের আয়োজনে শিল্পকলায় নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণ
নাট্যসংগঠন স্বপ্নদল দুইদিনব্যাপী (১৩ ও ১৪ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৪’।
এবার উৎসবটির ২৯তম আসর বসেছে। স্লোগান ঠিক করা হয়েছে, ‘বাংলা নাট্য অদ্য কেবল নিজ ভূগোলে নয়, শিল্পসুধায় পথবর্তায় সর্বজগৎময়’।
উৎসবের প্রথম দিন শনিবার বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র ১০৫ ও ১০৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় প্রদর্শনীর আগে উৎসব উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং চার নাট্যদলের দলপ্রধান অলোক বসু (থিয়েটার ফ্যাক্টরি), মোহাম্মদ আলী হায়দার (বটতলা), আসাদুল ইসলাম (ম্যাড থিয়েটার) ও আইরিন পারভীন লোপা (নাট্যম রেপার্টরি)। সমাপনী দিন রোববার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে উইলিয়াম শেকসপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে ব্যতিক্রমী মূকনাট্য (মাইমোড্রামা) ‘ম্যাকবেথ’-এর ১১ ও ১২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৪ জানুয়ারি নাট্যাচার্যের প্রয়াণ দিবসে সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণশোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ।