ড. নাদির জুনাইদ
ড. নাদির জুনাইদের জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে বিএ (অনার্স) এবং এমএ উভয় পরীক্ষায় অর্জন করেছেন প্রথম শ্রেণিতে প্রথম স্থান। একাডেমিক কৃতিত্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন তিনটি স্বর্ণপদক এবং অন্যান্য অ্যাওয়ার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ২০০০ সালে। এর পর কমনওয়েলথ স্কলার হিসেবে কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ফিল্ম স্টাডিজে আরেকটি এমএ ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলীয় সরকারের এনডেভার স্কলারশিপ অর্জনের মাধ্যমে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি থেকে। তাঁর পিএইচডি থিসিসের বিষয় : বাংলাদেশ ও পশ্চিম বাংলার রাজনৈতিক চলচ্চিত্র। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। এ ছাড়া খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে। চলচ্চিত্র ও গণমাধ্যমের নানাবিধ তাত্ত্বিক দিক নিয়ে লেখা তাঁর প্রবন্ধ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত দুটি বই বাংলা রাজনৈতিক চলচ্চিত্র: সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের প্রতিবাদী ছবি (ঢাকা; বিপিএল, ২০১৫) ও দশটি রাজনৈতিক চলচ্চিত্র: বক্তব্য ও নির্মাণশৈলী (ঢাকা; জনান্তিক, ২০১৪)। চলচ্চিত্র, রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে তাঁর বিশ্লেষণ প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে।