অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে এডিসির শ্বশুর
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়েছেন কাজী শাহ আলম (৬৫) নামের এক কাপড় ব্যবসায়ী। তাঁকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
কাজী শাহ আলম গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবুল কালাম আজাদের শ্বশুর। আবুল কালাম আজাদ এর আগে সাভারের পাশের ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ জানান, সকালে ব্যবসার কাজের জন্য কাপড় ব্যবসায়ী কাজী শাহ আলম রাজধানীতে আসার জন্য নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে রাজধানী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসের মধ্যে যেকোনো জায়গায় অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে টাকা লুট করে নিয়ে যায়। পরে রাজধানী পরিবহনের চালক ও হেলপার কাজী শাহ আলমকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় রেখে চলে যান। পরে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় কাজী শাহ আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই কাপড় ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।