ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ১২ জন
ভারতে দুই বছর কারাভোগ শেষে ১২ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে দেশটির পুলিশ। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদরে হস্তান্তর করা হয়।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন দু’দেশের বিজিবি-বিএসএফ, কাস্টমস, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সব আনুষ্ঠানিকতা শেষে আজ সকালেই তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা ব্যক্তিদের বাড়ি মাদারীপুর, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও দুজন নারী রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ভালো কাজের আশায় তারা গত চার বছর আগে ভারতের কলকাতা যায়। সেখানে বিভিন্ন দোকান, বাসাবাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড প্রদান করে জেলে পাঠান। সাজার মেয়াদ শেষে উভয় দেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল বন্দর থানার ওসি রাসেল মিয়া জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা হলেন—গাজীপুরের টঙ্গীর বাসিন্দা সুমন সরকার, নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা ওমর ফারুক (২৫) ও খুলনার পাইগাছা থানার রিয়াজুল ইসলাম (২৫)।