অপহরণচেষ্টা মামলায় সাতক্ষীরায় দুই ছাত্রলীগ নেতা কারাগারে
কলেজছাত্রী অপহরণ মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুই ছাত্রলীগ নেতাকে জেলে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আসামিরা হলেন আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান পল্টু এবং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুয়েল গাজি। তাদের বাড়ি ওই ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে।
সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আটের পেশকার আব্দুস সালাম নথির বিবরণ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের নথি থেকে জানা যায়, ওই শিক্ষার্থীকে লাঙ্গলদাঁড়িয়া গ্রামের ইব্রাহিম গাজি বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছিলেন। তাকে তিনি বিয়ের প্রস্তাবও দেয়। মেয়েটি এতে প্রতিবাদ করত। গত ১৫ অক্টোবর বিকেলে লাঙ্গলদাড়িয়া গ্রামের মোড়ে ওই মেয়েটিকে একা পেয়ে ইব্রাহিম ও তার সহযোগী জুয়েল গাজি তাকে জাপটে ধরেন। এ সময় মেয়েটির শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেন। পরের দিন মেয়েটির ভাই এ ঘটনার প্রতিবাদ করলে তারা তাকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমন পল্টুর নেতৃত্বে মেয়েটিকে অপহরণের চেষ্টা করা হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা আশাশুনি থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে। জামিন নাকচ করে দিলে আদালত পল্টু ও জুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।